ওয়েব ডেস্ক ১৪ই মার্চ ২০১৯: শিলা দীক্ষিতের মতো বর্ষীয়ান নেত্রীর মুখে এ ধরণের কথা বার্তা শুনলে কংগ্রেসের অস্বস্তি হবারই কথা আর সেটা হয়েছেও ।কি কারণে প্রধানমন্ত্রী মোদীজিকে উনি নিজের দলের মনমোহনের চেয়ে এগিয়ে রাখলেন তার ব্যাখ্যা খুব একটা খারাপ নয় ।
প্রসঙ্গত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, জঙ্গি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের থেকে অনেক বেশি কড়া। শীলার কথায়, ‘মানতেই হবে জঙ্গি মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী যতটা কড়া পদক্ষেপ নিয়েছেন তা মনমোহন নিতেন না।’পুলওয়ামা জঙ্গি হানার পর কেন্দ্রের দিকে আঙুল তোলে বিরোধীরা। অভিযোগ ওঠে, কেন্দ্র গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেয়নি। এক্ষেত্রে সেনার নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে। ওই অভিযোগ দানা বাধার আগেই বালাকোটে বিমাহানা চালায় বায়ুসেনা। এতে একধাক্কায় ব্যাকফুটে চলে যায় বিরোধীরা। এরকম এক অবস্থায় শীলাও ওই মন্তব্য কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিয়ে দিল। মুম্বাই হামলা যখন পাকিস্তান মদত পুষ্ট জঙ্গিরা জোন করেছিল , তখনও মনমোহন সিংহ সাহস দেখাননি , পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি খতম করার যেটা মোদীজি করে দেখিয়েছেন ।
প্রসঙ্গত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, জঙ্গি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের থেকে অনেক বেশি কড়া। শীলার কথায়, ‘মানতেই হবে জঙ্গি মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী যতটা কড়া পদক্ষেপ নিয়েছেন তা মনমোহন নিতেন না।’পুলওয়ামা জঙ্গি হানার পর কেন্দ্রের দিকে আঙুল তোলে বিরোধীরা। অভিযোগ ওঠে, কেন্দ্র গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেয়নি। এক্ষেত্রে সেনার নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে। ওই অভিযোগ দানা বাধার আগেই বালাকোটে বিমাহানা চালায় বায়ুসেনা। এতে একধাক্কায় ব্যাকফুটে চলে যায় বিরোধীরা। এরকম এক অবস্থায় শীলাও ওই মন্তব্য কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিয়ে দিল। মুম্বাই হামলা যখন পাকিস্তান মদত পুষ্ট জঙ্গিরা জোন করেছিল , তখনও মনমোহন সিংহ সাহস দেখাননি , পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি খতম করার যেটা মোদীজি করে দেখিয়েছেন ।
No comments:
Post a Comment