ওয়েব ডেস্ক ৯ই মার্চ ২০১৯: বাবার মুখের ভাষা যখন খুব একটা ভালো নয় সেখানে ছেলের মুখের ভাষা কত ভালো হতে পারে ? সহজেই অনুমেয় ,কতটা ভালো হতে পারে ।তাই যতই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই ব্যক্তিগত আক্রমণ বেড়ে চলছে যা একদমই ভারতীয় রাজনীতির পক্ষে ভালো নয় । এবার মুখ খুললেন স্বনামধন্য বিজেপি নেতা বিজয় বর্গীয়ার ছেলে আকাশ বর্গীয়া ।
তিনি চাঁচাছোলা ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেন ।তিনি বলেন আজকাল রাহুল গান্ধীর আচরণ এবং কথা বার্তা জাতীয়তা বিরোধী তাই তার নাম পাপ্পুর পরিবর্তে গাধার রাজা রাখা হল ।প্রসঙ্গত বিজেপি নেতাদের একটা বড় অংশ রাহুল গান্ধীকে পাপ্পু বলে ডাকেন ।আকাশ বর্গীয়া এও বলেন পাপ্পু নামটার মধ্যে একটা স্নেহশীল ব্যাপার ছিল কিন্তু সেটা পরিবর্তন করে "গাধে কে সরতাজ " মানে গাধাদের রাজা রাখা হল । এসব কথা বলে আকাশ বিজয়বর্গীয় প্রমান করলেন তিনি কৈলাশের ছেলে । এর আগে অবশ্য রাহুল গান্ধী মোদীজির ওপর তোপ দেগেছিলেন , তিনি বিদ্রুপ করে বলেছিলে "চৌকিদার চোর হ্যায়", মানে চৌকিদার চোর । আকাশ বিজয়বর্গীয় তার প্রতিশোধ নিলেন কি ?
তিনি চাঁচাছোলা ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেন ।তিনি বলেন আজকাল রাহুল গান্ধীর আচরণ এবং কথা বার্তা জাতীয়তা বিরোধী তাই তার নাম পাপ্পুর পরিবর্তে গাধার রাজা রাখা হল ।প্রসঙ্গত বিজেপি নেতাদের একটা বড় অংশ রাহুল গান্ধীকে পাপ্পু বলে ডাকেন ।আকাশ বর্গীয়া এও বলেন পাপ্পু নামটার মধ্যে একটা স্নেহশীল ব্যাপার ছিল কিন্তু সেটা পরিবর্তন করে "গাধে কে সরতাজ " মানে গাধাদের রাজা রাখা হল । এসব কথা বলে আকাশ বিজয়বর্গীয় প্রমান করলেন তিনি কৈলাশের ছেলে । এর আগে অবশ্য রাহুল গান্ধী মোদীজির ওপর তোপ দেগেছিলেন , তিনি বিদ্রুপ করে বলেছিলে "চৌকিদার চোর হ্যায়", মানে চৌকিদার চোর । আকাশ বিজয়বর্গীয় তার প্রতিশোধ নিলেন কি ?
No comments:
Post a comment