ওয়েব ডেস্ক ২৯ শে মার্চ ২০১৯:অসমের এনআরসি নিয়ে অরাজগতা যখন অব্যাহত তখন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সেই অরাজগটাই যে বিজেপি ফিরিয়ে নিয়ে আসবে সেটা বকলমে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন অমিত শাহ । তিনি আলিপুরদুয়ারের সমাবেশে বক্তিতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেন , কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা উন্নয়ন মূলক কাজ হয়েছে সেটা বেমালুম চেপে যান ।
তার একটাই হুঙ্কার এই রাজ্যেও এনআরসি আনব। রাজনৈতিক বিশেষজ্ঞরা মত ধর্ম নিয়েও রাজনীতি করতে ছারলেন্না অমিত শাহজী । মাদ্রাসাকে ৪ হাজার কোটি টাকা দেওয়া নিয়েও তিনি তার অসুন্তুষ্টি প্রকাশ করেন । রাজ্যে জোর করে উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে। ইমামদের সঙ্গে পূজারিদের ভাতা দেওয়া উচিত। অমিত শাহর এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।এদিন অমিত আরও বলেন, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়াব। স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্য নিয়ে আলোড়ন পড়েছে। কারণ অসমে এনআরসি ও নাগরিক অধিকার বিল নিয়ে তোলপাড় হয়েছে। এবার কি তাহলে বাংলা? রাজনৈতিক মহলের ব্যাখ্যা , যারা ওপার বাংলার থেকে দেশ ভাগের সময় এসেছিল তার জোর করে বিজেপি পতাকা তলে আনার চেষ্টার জন্যই এন আর সি নিয়ে সরব অমিত সাহেরা ।
তার একটাই হুঙ্কার এই রাজ্যেও এনআরসি আনব। রাজনৈতিক বিশেষজ্ঞরা মত ধর্ম নিয়েও রাজনীতি করতে ছারলেন্না অমিত শাহজী । মাদ্রাসাকে ৪ হাজার কোটি টাকা দেওয়া নিয়েও তিনি তার অসুন্তুষ্টি প্রকাশ করেন । রাজ্যে জোর করে উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে। ইমামদের সঙ্গে পূজারিদের ভাতা দেওয়া উচিত। অমিত শাহর এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।এদিন অমিত আরও বলেন, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়াব। স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্য নিয়ে আলোড়ন পড়েছে। কারণ অসমে এনআরসি ও নাগরিক অধিকার বিল নিয়ে তোলপাড় হয়েছে। এবার কি তাহলে বাংলা? রাজনৈতিক মহলের ব্যাখ্যা , যারা ওপার বাংলার থেকে দেশ ভাগের সময় এসেছিল তার জোর করে বিজেপি পতাকা তলে আনার চেষ্টার জন্যই এন আর সি নিয়ে সরব অমিত সাহেরা ।
No comments:
Post a Comment