ওয়েব ডেস্ক ১৫ই মার্চ ২০১৯: অর্জুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল তৃণমূল। তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল অর্জুন সিংকে। ভাটপাড়ার পুরপ্রধান ও বিধায়ক পদের ক্ষেত্রে অর্জুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।এদিকে গড় মজবুত করতে মোক্ষম চাল চালল তৃণমূল কংগ্রেস। অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁর সঙ্গেই যোগ দিলেন প্রমোদ সিং নামে ভাটপাড়ার এক বিজেপি নেতাও। সঞ্জয় সিংয়ের দলে যোগদানের কথা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় জানান, "আমরা আরও আবেদন পেয়েছি।" তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যাঁরা নেতা হলেন, তাঁরা-ই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করলেন। এই চক্রান্ত সফল হবে না। একারণে ক্ষুব্ধ সবাই তৃণমূলের ছাতার তলায় আসতে চেয়েছেন। গোটা বিষয়ে ক্ষুব্ধ ভাটপাড়ার অন্য দলের লোকেরাও এসেছেন। বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস থেকেও তৃণমূলে যোগদান করতে এসেছেন। বলেন, ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর জয়ের লক্ষ্যে সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন তাঁরা।
পার্থ চট্টোপাধ্যায় জানান, "আমরা আরও আবেদন পেয়েছি।" তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যাঁরা নেতা হলেন, তাঁরা-ই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করলেন। এই চক্রান্ত সফল হবে না। একারণে ক্ষুব্ধ সবাই তৃণমূলের ছাতার তলায় আসতে চেয়েছেন। গোটা বিষয়ে ক্ষুব্ধ ভাটপাড়ার অন্য দলের লোকেরাও এসেছেন। বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস থেকেও তৃণমূলে যোগদান করতে এসেছেন। বলেন, ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর জয়ের লক্ষ্যে সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন তাঁরা।
No comments:
Post a Comment