Friday, 8 March 2019

সিজিও কমপ্লেক্স এ বিধ্বংসী আগুনে ভস্মিভূত অনেক গুরুত্ব পূরণ ফাইল আধিকারিকদের মতে অন্তর্ঘাত

ওয়েব ডেস্ক ৮ই  মার্চ ২০১৯: একের পর এক যেন আগুন লেগেই চলেছে দিল্লিতে। এবার বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল  সিজিও কমপ্লেক্স।বুধবার  সকাল সাড়ে আটটা নাগাদ এই আগুনের খবর জানা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নেয়। খবর পাওয়ার পর একে একে ঘটনাস্থলে যায় দমকলের ২৪ ইঞ্জিন। সূত্রের খবর অনুসারে  আগুন পুড়ে গিয়েছে অনেক গুরুত্ব পূরণ ফাইল ।
সূত্রের খবর অনুযায়ী, সিজিও কমপ্লেক্সের পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনের ষষ্ঠতলে আগুন লাগে।এই আগুনে প্রধানমন্ত্রীর আকসিসিব্ল ইন্ডিয়া কাইমপেন অন্তর্গত বহু গুরুত্বপূর্ণ ফাইল ভূস্মিভূত ।আর এই ভস্মিভুতটা আদতে লাভ কেন্দ্রের ।অডিট বিভাগের বক্তব্য তাদের অনেক অফিসারের বদলির পর নতুন অফিসারেরা বিভিন্ন বিভাগে অডিট করতে গিয়েছিল ।যেটা সম্পূর্ণ নিয়ম অনুসারে ।সেই সব অডিট বিভাগের ফাইলও ভষ্মীভুত । সূত্রের থেকে দাবি করা হয়েছে এমন অনেক বিল্ডিং রয়েছে যা খাতায় কলমে শেষ হয়ে গেছে কিন্তু আদতে ওরকম কোনো বিল্ডিংই তৈরী হয়নি ।বিকলাঙ্গ মানুষদের জন্য যেইসব প্রকল্প প্রধানমন্ত্রীর এ আই সি অনুযায়ী তৈরী হওয়ার কথা ছিল সেগুলি কিছুই তৈরী হয়নি কিন্তু কোষাগার থেকে টাকা বেরিয়ে গেছে ।

No comments:

Post a Comment

loading...