ওয়েব ডেস্ক ১৭ই মার্চ ২০১৯:দীর্ঘদিন ধরে অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর , এর জন্য তিনি আমেরিকাতেও ঘুরে এসেছেন ।সেখান থেকে আসার পর কিছুটা সুস্থ ছিলেন , সংসদেও বক্তিতা দিয়েছিলেন তার পরেও তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন ।তবে এবারের সেই একই কারণে অসুস্থ হওয়াটা খুবই সঙ্কটজনক ।তবু তিনি যতদিন গোয়ায় থাকবেন, মন্ত্রিত্বে রাখা হবে তাঁকেই, এমনটা জানিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। শরিক দল গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাইয়ের সঙ্গে দেখা করবে গোয়ার বিজেপি নেতৃত্ব। দলের পক্ষ থেকে লোবো জানিয়েছেন, “পারিক্কর জি আজ আছেন, কাল থাকবেন।
আমরা প্রার্থনা করছি। কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনা নেই। খুবই অসুস্থ উনি… যদি খুব খারাপ কিছু ঘটে যায়, বিজেপি থেকেই নতুন মুখ্যমন্ত্রী হবে”।এর মাঝে শনিবারই গোয়ায় সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। এই মর্মে সে রাজ্যের রাজ্যপাল মৃদুলা সিনহাকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কেবলেকর। এই চিঠিতে গোয়ায় ক্ষমতাসীন মনোহর পরিক্কর সরকারকে ‘সংখ্যালঘু’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কংগ্রেসকে ‘একক সংখ্যা গরিষ্ঠ’ দল হিসাবেও দাবি করেছেন গোয়া বিধানসভার বিরোধী দলনেতা।একটি চিঠিতে কেবলেকর লিখেছেন, “বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যুর পর মনোহর পরিক্কর সরকার বিধানসভার অন্দরে সংখ্যালঘু হয়ে পড়েছে। এমনিতেও এই সরকারের প্রতি জনসমর্থন নেই। এছাড়া, আগামী দিনে বিধায়ক সংখ্যা আরও কমতে পারে। এই পরিস্থিতিতে এমন দলকে এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া উচিত না…এখনই একক সংখ্যা গরিষ্ঠ দলকে সরকার গড়ার জন্য ডাক দেওয়া উচিত।”নিয়ম অনুসারে কংগ্রেসের দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায়না , এবার দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে থামে ।
আমরা প্রার্থনা করছি। কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনা নেই। খুবই অসুস্থ উনি… যদি খুব খারাপ কিছু ঘটে যায়, বিজেপি থেকেই নতুন মুখ্যমন্ত্রী হবে”।এর মাঝে শনিবারই গোয়ায় সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। এই মর্মে সে রাজ্যের রাজ্যপাল মৃদুলা সিনহাকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কেবলেকর। এই চিঠিতে গোয়ায় ক্ষমতাসীন মনোহর পরিক্কর সরকারকে ‘সংখ্যালঘু’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কংগ্রেসকে ‘একক সংখ্যা গরিষ্ঠ’ দল হিসাবেও দাবি করেছেন গোয়া বিধানসভার বিরোধী দলনেতা।একটি চিঠিতে কেবলেকর লিখেছেন, “বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যুর পর মনোহর পরিক্কর সরকার বিধানসভার অন্দরে সংখ্যালঘু হয়ে পড়েছে। এমনিতেও এই সরকারের প্রতি জনসমর্থন নেই। এছাড়া, আগামী দিনে বিধায়ক সংখ্যা আরও কমতে পারে। এই পরিস্থিতিতে এমন দলকে এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া উচিত না…এখনই একক সংখ্যা গরিষ্ঠ দলকে সরকার গড়ার জন্য ডাক দেওয়া উচিত।”নিয়ম অনুসারে কংগ্রেসের দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায়না , এবার দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে থামে ।
No comments:
Post a Comment