ওয়েব ডেস্ক ২৫শে মার্চ ২০১৯: উত্তরপ্রদেশের বিধায়ক , সুরেন্দর সিং সেঙ্গার , যিনি শিরোনামে থাকেন তার কাজের জন্য নয় , তার বিতর্কের জন্য । তার বিখ্যাত মুখের ভাষা সারা ভারতে ট্রোলড হয়েছে একাধিক বার ।ইনি সেই সুরেন্দর সিং সেঙ্গার যিনি একবার বলেছিলেন "তিন বাচ্চার মা কে কেউ ধর্ষণ করে নাকি ?" যা নিয়ে সারা ভারত এই কেয়কমাস আগেই উত্তাল হয়েছিল । এবার আবার একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন শ্রীমতি সোনিয়া গান্ধী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরিকে নিয়ে ।লোকসভা ভোটের মুখে রাজনৈতিক আক্রমণের মান দিনে দিনে খারাপ হচ্ছে। প্রতিদিন-ই নতুন করে রাজনৈতিক আক্রমণের স্তর নীচে নামছে।
তবে সমস্ত নজির ভেঙে দিলেন বালিয়ার এই বিধায়ক। তবে এই প্রথম নয় কুকথার স্রোত আগেও বহুবার বইয়ে দিয়েছেন বিজেপির এই নেতা। স্বপ্না কংগ্রেসে যোগ দিয়েছেন এমন খবর প্রকাশ্যে আসতেই আবার মন্তব্য করেছেন বিধায়ক। যদিও পরে স্বপ্না জানান কংগ্রেসে যোগ দেননি। কংগ্রেসের হয়ে প্রচার করতে সম্মত হয়েছেন মাত্র। পড়ুন ঠিক কী বলেছেন সুরন্দের? হিন্দিতে সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, রাহুলের মা-ও ইতালিতে একই পেশায় জড়িত ছিলেন। রাহুলের বাবা তাঁর সঙ্গে সম্পর্ক করেন। পারিবারিক রীতিনীতি অনুসরণ করে রাহুলেরও একই কাজ করা উচিত। বিজেপির নেতার বক্তব্যের পাল্টা দিয়েছেন স্বপ্না। তিনি বলেছেন, রাহুল গান্ধী আমার দাদার মতো। বিজেপি নেতার মন্তব্য খুবই নীচু স্তরের। একটা জাতীয় দলের বিধায়ক এমন অবমাননাকর ভাষায় কথা বলবেন সেটা ভাবাই যায় না। মেয়েদের অপমান করাই ওঁর সংস্কৃতি নাকি! এর আগে বিএসপি নেত্রী মায়াবতীর বিরুদ্ধে একই ভাবে কুরুচিকর বক্তব্য পেশ করেছিলেন সুরেন্দর সিং। গত জানুয়ারি মাসে তিনি বলেছিলেন, মহিলাদের সস্মানকে হত্যা করেছেন মায়া। এছাড়া ‘দেশে হিন্দুদের সংখ্যা বাড়াতে পাঁচটি করে সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন। রাহুল এবং তাঁর বোন প্রিয়াঙ্কাকেও কুকথা বলে আক্রমণ শানান তিনি।রাজনৈতিক ব্যাখ্যা , হয়তো এই ভাবেই শিরোনামে থাকতে চান সুরেন্দরবাবু , কথায় আছে কাজ নেই তো খৈ ভাঁজ ।
তবে সমস্ত নজির ভেঙে দিলেন বালিয়ার এই বিধায়ক। তবে এই প্রথম নয় কুকথার স্রোত আগেও বহুবার বইয়ে দিয়েছেন বিজেপির এই নেতা। স্বপ্না কংগ্রেসে যোগ দিয়েছেন এমন খবর প্রকাশ্যে আসতেই আবার মন্তব্য করেছেন বিধায়ক। যদিও পরে স্বপ্না জানান কংগ্রেসে যোগ দেননি। কংগ্রেসের হয়ে প্রচার করতে সম্মত হয়েছেন মাত্র। পড়ুন ঠিক কী বলেছেন সুরন্দের? হিন্দিতে সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, রাহুলের মা-ও ইতালিতে একই পেশায় জড়িত ছিলেন। রাহুলের বাবা তাঁর সঙ্গে সম্পর্ক করেন। পারিবারিক রীতিনীতি অনুসরণ করে রাহুলেরও একই কাজ করা উচিত। বিজেপির নেতার বক্তব্যের পাল্টা দিয়েছেন স্বপ্না। তিনি বলেছেন, রাহুল গান্ধী আমার দাদার মতো। বিজেপি নেতার মন্তব্য খুবই নীচু স্তরের। একটা জাতীয় দলের বিধায়ক এমন অবমাননাকর ভাষায় কথা বলবেন সেটা ভাবাই যায় না। মেয়েদের অপমান করাই ওঁর সংস্কৃতি নাকি! এর আগে বিএসপি নেত্রী মায়াবতীর বিরুদ্ধে একই ভাবে কুরুচিকর বক্তব্য পেশ করেছিলেন সুরেন্দর সিং। গত জানুয়ারি মাসে তিনি বলেছিলেন, মহিলাদের সস্মানকে হত্যা করেছেন মায়া। এছাড়া ‘দেশে হিন্দুদের সংখ্যা বাড়াতে পাঁচটি করে সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন। রাহুল এবং তাঁর বোন প্রিয়াঙ্কাকেও কুকথা বলে আক্রমণ শানান তিনি।রাজনৈতিক ব্যাখ্যা , হয়তো এই ভাবেই শিরোনামে থাকতে চান সুরেন্দরবাবু , কথায় আছে কাজ নেই তো খৈ ভাঁজ ।
No comments:
Post a Comment