ওয়েব ডেস্ক ১৫ই মার্চ ২০১৯: দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘষেই । তিনি কখনো তার মুখের ভাষা পরিবর্তন করবেননা বোঝাই যাচ্ছে ।বিগত দিনে তিনি কুরুচিকর ভাষা পটু ছিলেন এখন হুমকির সুর আর অলীক কল্পনা যোগ হয়েছে ।
প্রসঙ্গত তৃণমূলের অবস্থান কর্মসূচিকে নিশানা করলেন দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘ভোট করবে না ধর্না? সেটা তৃণমূলকে ঠিক করতে হবে। কারণ এরপর তো রোজ ধর্নায় বসতে হবে। কারণ এমন সব ঘটনা ঘটবে। দিদির এসব নাটকবাজি চলবে না। গোটা রাজ্য স্পর্শকাতর, এটা সকলেই জানেন।’’তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দলবদল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘গত ২-৩ বছরে আমরা সংগঠন বাড়িয়েছি বুথস্তরে। বিজেপি বেড়েছে, তাই বিজেপির জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। যাঁরা বিজেপিতে নিজেদের ভবিষ্যত দেখেছেন, তাঁরা এসেছেন। আগামী দিনে আরও অনেকে আসবেন। ইট-বালি-সুরকি সব আলাদা করে দেব। ১৫ দিনের মধ্যে সব আলাদা করে দেব। ডিসেম্বরের মধ্যে এই সরকার পাবেন না আর।’’ ভারতের মতো গণতন্ত্রকে দেশে যে কোন মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে , রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও দেখেন । তবে বাস্তবের সাথে সামঞ্জস্যতা রেখেই এগুলো দেখা উচিত বলে মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
প্রসঙ্গত তৃণমূলের অবস্থান কর্মসূচিকে নিশানা করলেন দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘ভোট করবে না ধর্না? সেটা তৃণমূলকে ঠিক করতে হবে। কারণ এরপর তো রোজ ধর্নায় বসতে হবে। কারণ এমন সব ঘটনা ঘটবে। দিদির এসব নাটকবাজি চলবে না। গোটা রাজ্য স্পর্শকাতর, এটা সকলেই জানেন।’’তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দলবদল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘গত ২-৩ বছরে আমরা সংগঠন বাড়িয়েছি বুথস্তরে। বিজেপি বেড়েছে, তাই বিজেপির জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। যাঁরা বিজেপিতে নিজেদের ভবিষ্যত দেখেছেন, তাঁরা এসেছেন। আগামী দিনে আরও অনেকে আসবেন। ইট-বালি-সুরকি সব আলাদা করে দেব। ১৫ দিনের মধ্যে সব আলাদা করে দেব। ডিসেম্বরের মধ্যে এই সরকার পাবেন না আর।’’ ভারতের মতো গণতন্ত্রকে দেশে যে কোন মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে , রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও দেখেন । তবে বাস্তবের সাথে সামঞ্জস্যতা রেখেই এগুলো দেখা উচিত বলে মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
No comments:
Post a Comment