ওয়েব ডেস্ক ১লা মার্চ ২০১৯: সারা বিশ্ব যখন পাকিস্তানের এবং ইমরান খানের নিন্দায় মুখর তখন বিজেপি মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামীই বা কেন পেছনে পরে থাকবেন । তিনিও সুর চড়িয়ে নিজের ভোট বাজার গরম করতে চাইলেন বলে মনে করছেন রাকনৈতিক মহলের একাংশ ।প্রসঙ্গত তিনি বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আসলে পাক সেনাদের ‘টেপ রেকর্ডার’।
তিনি আরও জানান যে, ভারতের উচিত ইমরান খানের সঙ্গে নয় বরং ওই দেশের আর্মি জেনারেলের সঙ্গে আলোচনায় বসা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা জানান, ইমরান খান সেটাই বলেন যেটা সেনারা তাঁকে বলতে বলেন। তাই ইমরানের সঙ্গে কথা না বলে বরং পাক সেনার সঙ্গেই আলোচনা করুক ভারত। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতা বলেন, ‘ইসলামাবাদ মোটেও কোনও সৌজন্যবোধ দেখায়নি। তারা এটা করতে বাধ্য হয়েছে কারণ সৌদি আরব ক্রমাগত পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছিল। আমাদের পাইলট ভারতীয় বিমান নিয়ে তাদের মাটিতে পড়ে যায়, তাই রাষ্ট্রপুঞ্জের চুক্তি অনুযায়ী উইং কম্যান্ডারকে মুক্তি দিতে পাকিস্তান বাধ্য।’ সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতারা মানুষকে জিজ্ঞাসা করবেন যে তাঁরা যদি নির্দেশ দেন তো সকলের সামনেই পাকিস্তানকে শিক্ষা দেবে বিজেপি। গেরুয়া শিবির পুনরায় ক্ষমতায় আসলে পাকিস্তানকে চার টুকরো করবে বলেও বিজেপি আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ভোটের বাজার গরম করতে বেশ ভালোই সুর চড়ালেন সুব্রামানিয়াম স্বামী ।
তিনি আরও জানান যে, ভারতের উচিত ইমরান খানের সঙ্গে নয় বরং ওই দেশের আর্মি জেনারেলের সঙ্গে আলোচনায় বসা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা জানান, ইমরান খান সেটাই বলেন যেটা সেনারা তাঁকে বলতে বলেন। তাই ইমরানের সঙ্গে কথা না বলে বরং পাক সেনার সঙ্গেই আলোচনা করুক ভারত। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতা বলেন, ‘ইসলামাবাদ মোটেও কোনও সৌজন্যবোধ দেখায়নি। তারা এটা করতে বাধ্য হয়েছে কারণ সৌদি আরব ক্রমাগত পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছিল। আমাদের পাইলট ভারতীয় বিমান নিয়ে তাদের মাটিতে পড়ে যায়, তাই রাষ্ট্রপুঞ্জের চুক্তি অনুযায়ী উইং কম্যান্ডারকে মুক্তি দিতে পাকিস্তান বাধ্য।’ সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতারা মানুষকে জিজ্ঞাসা করবেন যে তাঁরা যদি নির্দেশ দেন তো সকলের সামনেই পাকিস্তানকে শিক্ষা দেবে বিজেপি। গেরুয়া শিবির পুনরায় ক্ষমতায় আসলে পাকিস্তানকে চার টুকরো করবে বলেও বিজেপি আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ভোটের বাজার গরম করতে বেশ ভালোই সুর চড়ালেন সুব্রামানিয়াম স্বামী ।
No comments:
Post a comment