ওয়েব ডেস্ক ২৫শে মার্চ ২০১৯: শুভেন্দু অধিকারীর একটা "ক্রেজ" জনগনণের কাছে আগেও ছিল এখনো আছে । তাই যেখানেই তিনি বক্তিতা দিতে যান মানুষের একটা চরম উন্মাদনা থাকে ।এবার তার অন্যথা হয়নি , বরং আরো বেশি পরিমানে উন্মাদনা দেখা গেল ।প্রসঙ্গত দু’দিন আগেই দলীয় প্রার্থী ইশা খান চৌধুরির সমর্থনে নির্বাচনী সভা করে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সোমবার সেই একই মাঠে মৌসম বেনজির নুরের সমর্থনে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রচারে থাকার কথা দলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান, মন্ত্রী গোলাম রব্বানির। সভায় উপস্থিত থাকতে পারেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনও। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, ‘দক্ষিণ মালদার প্রতিটি ব্লক, অঞ্চল থেকে মানুষ আসবেন। তৃণমূল কংগ্রেসের সমর্থনে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতেই মানুষ সভায় আসবেন। আমার আশা, রাহুল গান্ধীর সভায় যত মানুষ এসেছিল, আজকের সভায় তার থেকে বেশি মানুষ আসবে। তবে এটা কোনও পালটা সভা নয়।’ উল্লেখ্য, রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, এই রাজ্যে মমতা ব্যানার্জি কোনও উন্নয়ন করেননি। সেই প্রসঙ্গে অম্লানবাবু বলেন, ‘সাদা বাঘ দেখেছেন? চিড়িয়াখানায় থাকে। শীতকালে দেখা যায়। উনি সাদা বাঘ। মাঝেমধ্যে তাঁকে দেখা যায়। ভোটের সময় উনি আসেন। কোনও খোঁজখবর রাখেন না। সবসময় সানগ্লাস পরে থাকেন। তাই পশ্চিমবঙ্গে দিদির উন্নয়ন দেখতে পাচ্ছেন না।’
সোমবার সেই একই মাঠে মৌসম বেনজির নুরের সমর্থনে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রচারে থাকার কথা দলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান, মন্ত্রী গোলাম রব্বানির। সভায় উপস্থিত থাকতে পারেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনও। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, ‘দক্ষিণ মালদার প্রতিটি ব্লক, অঞ্চল থেকে মানুষ আসবেন। তৃণমূল কংগ্রেসের সমর্থনে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতেই মানুষ সভায় আসবেন। আমার আশা, রাহুল গান্ধীর সভায় যত মানুষ এসেছিল, আজকের সভায় তার থেকে বেশি মানুষ আসবে। তবে এটা কোনও পালটা সভা নয়।’ উল্লেখ্য, রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, এই রাজ্যে মমতা ব্যানার্জি কোনও উন্নয়ন করেননি। সেই প্রসঙ্গে অম্লানবাবু বলেন, ‘সাদা বাঘ দেখেছেন? চিড়িয়াখানায় থাকে। শীতকালে দেখা যায়। উনি সাদা বাঘ। মাঝেমধ্যে তাঁকে দেখা যায়। ভোটের সময় উনি আসেন। কোনও খোঁজখবর রাখেন না। সবসময় সানগ্লাস পরে থাকেন। তাই পশ্চিমবঙ্গে দিদির উন্নয়ন দেখতে পাচ্ছেন না।’
No comments:
Post a Comment