ওয়েব ডেস্ক ২৪শে মার্চ ২০১৯: গুজরাটের ভদোদরার কাছে একটি গ্রামে, অপহরণের সন্দেহে এক ৩২ বছর বয়সী লোককে গণপিটুনিতে মেরেফেলা হল ।
সূত্রের খবর অনুসারে বৃহস্পতিবার পাতারভেলি গ্রামের চাঁদুই রাঠোদিয়া একটি ৪ বছরের মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের উদ্দেশ্যে নদীর ধরে নিয়ে গিয়েছিল ।
আশেপাশের গ্রামের লোকেরা সন্দেহ করে যে তিনি অপহরণ করেছেন শিশুটিকে। তারা অভিযুক্তকে তাড়া করে , তখন চাঁদুই রাঠোদিয়া মেয়েটিকে তার বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়।
জনতা তারপর আদিবাসী লোকটির হাদিস পেয়ে তাকে পাকড়াও করে এবং লাঠি দিয়ে গণধোলাই করে ।ঘটনার বিষয়ে জানতে পেরে ভারনামা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চাঁদুই রাঠোদিয়া উদ্ধার করে এবং রথোদিয়ার নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে মারা যায়।
সূত্রের খবর অনুসারে দুটো এফ আই আর (অপহরণ ও গণহত্যার অভিযোগে) নিবন্ধন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে । এ পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
সূত্রের খবর অনুসারে বৃহস্পতিবার পাতারভেলি গ্রামের চাঁদুই রাঠোদিয়া একটি ৪ বছরের মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের উদ্দেশ্যে নদীর ধরে নিয়ে গিয়েছিল ।
আশেপাশের গ্রামের লোকেরা সন্দেহ করে যে তিনি অপহরণ করেছেন শিশুটিকে। তারা অভিযুক্তকে তাড়া করে , তখন চাঁদুই রাঠোদিয়া মেয়েটিকে তার বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়।
জনতা তারপর আদিবাসী লোকটির হাদিস পেয়ে তাকে পাকড়াও করে এবং লাঠি দিয়ে গণধোলাই করে ।ঘটনার বিষয়ে জানতে পেরে ভারনামা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চাঁদুই রাঠোদিয়া উদ্ধার করে এবং রথোদিয়ার নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে মারা যায়।
সূত্রের খবর অনুসারে দুটো এফ আই আর (অপহরণ ও গণহত্যার অভিযোগে) নিবন্ধন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে । এ পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
No comments:
Post a Comment