ওয়েব ডেস্ক ৩১ শে মার্চ ২০১৯:বাংলা থেকে বাম ফ্রন্ট সরকারের বিদায় ঘটেছিল অনেকদিন আগেই । এবার বামফ্রন্ট দলটাই না বিলুপ্ত হয়ে যায় বাংলার থেকে । যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিচ্ছেন মানুষ , এর মধ্যে একসময় যারা সিপিএম করতো তারা তো আছেনই সঙ্গে ভোটের বাজারে এই ধারা অব্যাহত রেখেছেন অন্যরাও ।
প্রথমত আলিমুদ্দিনের কাছে কোনো ইস্যু নেই মমতার বিরুদ্ধে বলার মতো । রাজ্যে এতো উন্নয়ন হয়েছে যে মুজাফ্ফর আহমেদ ভবনের থেকেও কোনো উচ্চ বাচ্চ করা হয়না । অতএব যারা সিপিএম করতো তারা এখন তৃণমূলের ভরসা করছে ।প্রসঙ্গত শুক্রবার দাঁতন ২ ব্লকে ৩নং অঞ্চলে পুরুন্দা নির্বাচনী কর্মী সভায় এসে যোগদান করেন এক বাম নেতা সহ ১৫জন কর্মী সমর্থক।এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি।জানা গেছে,দাঁতন ২ নং ব্লকের সভাপতি দুর্গেশ নন্দের নেতৃত্বে তারা যোগদান করেন।এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভুঁইয়া সহ বিভিন্ন নেতৃত্বরা।
প্রথমত আলিমুদ্দিনের কাছে কোনো ইস্যু নেই মমতার বিরুদ্ধে বলার মতো । রাজ্যে এতো উন্নয়ন হয়েছে যে মুজাফ্ফর আহমেদ ভবনের থেকেও কোনো উচ্চ বাচ্চ করা হয়না । অতএব যারা সিপিএম করতো তারা এখন তৃণমূলের ভরসা করছে ।প্রসঙ্গত শুক্রবার দাঁতন ২ ব্লকে ৩নং অঞ্চলে পুরুন্দা নির্বাচনী কর্মী সভায় এসে যোগদান করেন এক বাম নেতা সহ ১৫জন কর্মী সমর্থক।এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি।জানা গেছে,দাঁতন ২ নং ব্লকের সভাপতি দুর্গেশ নন্দের নেতৃত্বে তারা যোগদান করেন।এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভুঁইয়া সহ বিভিন্ন নেতৃত্বরা।
No comments:
Post a Comment