ওয়েব ডেস্ক ২৮ শে মার্চ ২০১৯:বিজেপি শাসিত রাজ্যে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে । যারাই বিজেপির কাজের সমালোচনা করবে তাদেরকেই শায়েস্তা করার এক অলিখিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে ।প্রসঙ্গত বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজেকে আটক করল ঝাড়খণ্ড পুলিশ। প্রায় দু'ঘণ্টারও বেশি সময় তাঁকে এবং তাঁর আরও দুই সহযোগীকে আটক করে রাখে পুলিশ।
খাদ্যের অধিকার সুনিশ্চিত করা সংক্রান্ত একটি বিষয়কে সামনে রেখে পুলিশের অনুমতি ছাড়া সভা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে আইন ভাঙার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিন্তু পরে আর তা হয়নি। অর্থনীতিবিদ এনডিটিভিকে জানিয়েছেন, তাঁকে খাদ্যের অধিকার সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল। আর তাই ঝাড়খণ্ডের গাড়য়া জেলায় গিয়েছিলেন তিনি। তিনি জানা দশ দিন আগে আয়োজকরা অনুমতি চেয়ে জেলা প্রশাসনকে চিঠি লেখেন। জবাব আসায় তাঁরা অনুষ্ঠানটি বাতিল করেননি। অনুষ্ঠানের সঙ্গে নির্বাচনের কোনও প্রত্যক্ষ যোগাযোগ না থাকায় আয়োজকদের মনে হয়েছিল কোনও সমস্যা হবে না।অর্থনীতিবিদ এনডিটিভিকে বলেছেন, "ভোটের সময় বলে যদি খাদ্যের অধিকারের মতো বিষয় নিয়েও সভা করা না যায় তাহলে গণতন্ত্রের কোনও মানে নেই"। পরে তাঁর সঙ্গে আটক হওয়া আরেক সমাজকর্মী সাংবাদিকদের জানান পুলিশ তাঁদের একটি বন্ডে সই করার কথা বলে ওই বন্ডে লেখা ছিল সরকারের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেস।
খাদ্যের অধিকার সুনিশ্চিত করা সংক্রান্ত একটি বিষয়কে সামনে রেখে পুলিশের অনুমতি ছাড়া সভা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে আইন ভাঙার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিন্তু পরে আর তা হয়নি। অর্থনীতিবিদ এনডিটিভিকে জানিয়েছেন, তাঁকে খাদ্যের অধিকার সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল। আর তাই ঝাড়খণ্ডের গাড়য়া জেলায় গিয়েছিলেন তিনি। তিনি জানা দশ দিন আগে আয়োজকরা অনুমতি চেয়ে জেলা প্রশাসনকে চিঠি লেখেন। জবাব আসায় তাঁরা অনুষ্ঠানটি বাতিল করেননি। অনুষ্ঠানের সঙ্গে নির্বাচনের কোনও প্রত্যক্ষ যোগাযোগ না থাকায় আয়োজকদের মনে হয়েছিল কোনও সমস্যা হবে না।অর্থনীতিবিদ এনডিটিভিকে বলেছেন, "ভোটের সময় বলে যদি খাদ্যের অধিকারের মতো বিষয় নিয়েও সভা করা না যায় তাহলে গণতন্ত্রের কোনও মানে নেই"। পরে তাঁর সঙ্গে আটক হওয়া আরেক সমাজকর্মী সাংবাদিকদের জানান পুলিশ তাঁদের একটি বন্ডে সই করার কথা বলে ওই বন্ডে লেখা ছিল সরকারের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেস।
No comments:
Post a Comment