ওয়েব ডেস্ক ২৪শে মার্চ ২০১৯: গত লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে বছরে ২ কোটি কর্মসংস্থানের, তার বদলে ২ কোটি লোকের কাজ খেয়ে নিয়েছে মোদী সরকার ।ঠিক বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তার উল্টোটাই ঘটেছে । ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের রিপোর্টেই সামনে এসেছে এই তথ্য। ২০১২-২০১৮র মধ্যে ২ কোটি মানুষ তাঁদের চাকরি খুইয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১১-১২ সালে দেশে চাকরি ছিল ৩০।৪ কোটি মানুষের। ২০১৭-২৮ সালে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২৮।৮ কোটিতে। ১৯৯৩-৯৪ এর পর এই প্রথম দেশে পুরুষ কর্মচারীর সংখ্যা কমল। দেশে বেকারত্বের হার শহর এলাকায় ৭।১% এবং গ্রামীণ এলাকা ৫।৮%। তবে এই রিপোর্ট প্রকাশ করেনি সরকার। গত বছর ডিসেম্বরেই এই রিপোর্ট অনুমোদন করে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল কমিশন। কিন্তু ন্যাশনাল সার্ভে কমিশনের দুই সদস্যের কমিটি রিপোর্ট প্রত্যাহার করে নেয়। সরকারের বিপক্ষে যায় এমন রিপোর্ট মোদী সরকার প্রকাশ করে না বলে আগেও অভিযোগ উঠেছে। কিন্তু এই ভাবে তো আর সত্যিটা চেপে রাখা যায়না । সত্যি প্রকাশ পাবেই ।
রিপোর্টে বলা হয়েছে, ২০১১-১২ সালে দেশে চাকরি ছিল ৩০।৪ কোটি মানুষের। ২০১৭-২৮ সালে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২৮।৮ কোটিতে। ১৯৯৩-৯৪ এর পর এই প্রথম দেশে পুরুষ কর্মচারীর সংখ্যা কমল। দেশে বেকারত্বের হার শহর এলাকায় ৭।১% এবং গ্রামীণ এলাকা ৫।৮%। তবে এই রিপোর্ট প্রকাশ করেনি সরকার। গত বছর ডিসেম্বরেই এই রিপোর্ট অনুমোদন করে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল কমিশন। কিন্তু ন্যাশনাল সার্ভে কমিশনের দুই সদস্যের কমিটি রিপোর্ট প্রত্যাহার করে নেয়। সরকারের বিপক্ষে যায় এমন রিপোর্ট মোদী সরকার প্রকাশ করে না বলে আগেও অভিযোগ উঠেছে। কিন্তু এই ভাবে তো আর সত্যিটা চেপে রাখা যায়না । সত্যি প্রকাশ পাবেই ।
No comments:
Post a Comment