Monday, 25 March 2019

যেটা হওয়ার সেটাই হচ্ছে , কানহাইয়া সিপিআইএমের প্রতীকেই নির্বাচনে লড়ছেন

ওয়েব ডেস্ক  ২৫শে  মার্চ ২০১৯: কমিউনিস্ট ধারায় বিশ্বাসী ছিলেন গোড়া থেকেই , তাই সিমিএমের হয়ে লোকসভা ভোট লড়বেন এটা তো জানা কথা , শুধু মাঝখানে একটু  নাটক করে নিল দু পক্ষই ।  প্রথমজন কানহাইয়া কুমার , যিনি জাওহার লাল  নেহেরু বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আর দ্বিতীয় পক্ষ  সিপিআইএম দল ।
এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল কানহাইয়া কুমার একজন কমিউনিস্ট , তাই এটা সহজেই অনুমেয় তিনি অন্য কোনো রাজনৈতিক দল নয় কাস্তে হাতুড়িতেই লড়বেন । সিপিআইএম প্রথমে দেখাতে চাইলো কানহাইয়া কুমারকে সমর্থন করলেও সে তাদের দলের লোক নয় , তারপর বিভিন্ন অবিজেপি জোটের টিকিটের প্রত্যাশা করছিলেন কানহাইয়া , অবশেষে সিপিআইএমের হয়েই লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন । এতো নাটক করার দরকার ছিল কি দু পক্ষেরই ? সূত্রের খবর অনুসারে অন্য বাম দল  গুলিও কানহাইয়াকে সমর্থন করছে। এদিকে কানহাইয়াকে বিহারের মহাজোটে জায়গা দেওয়া হবে বলে জোর আলোচনা চলছিল। কিন্তু অবশেষে    আরজেডি- কংগ্রেসের বাদ পড়তে হয় বামেদের। তারপরই শনিবার এই সিধান্ত নেওয়া হয় বলে খবর ।এদিকে বিরোধী জোট থেকে বাদ পড়ায় বামেদের তোপের মুখে পড়েছে আরজেডি ও কংগ্রেস। বাম শিবির  বলছে বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করে জোট করা হয়েছে।

No comments:

Post a Comment

loading...