Saturday, 30 March 2019

নির্বাচন আচরণ বিধির কোপে মোদীজির মার্কেটিং চুলোয় গেল , পড়ুন

ওয়েব ডেস্ক ৩০শে  মার্চ ২০১৯:  আর যাইহোক মার্কেটিং তা ভালোই জানে নরেন্দ্র মোদির সরকার ।প্রথমে শুরু করেছিল ভারতীয় রেল , গো এয়ার , এবং এয়ার ইন্ডিয়ার টিকেটে মোদীজির ছবি ছেপে মানুষের মনে একটা প্রভাব বিস্তার করা ।প্রত্যাশায় মতোই বাঁধ সেধেছে নির্বাচন কমিশন কারণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়েছিল ।এবার শতাব্দী এক্সপ্রেসে চা দেওয়া হচ্ছিলো ‘ম্যায় ভি চৌকিদার’ ছাপা কাপে।
এক যাত্রী সেই কাপের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। এরপরই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই কাপ তুলে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টরকে এই ঘটনার জন্য জরিমানা করা হচ্ছে।ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার জন্য ওই কন্ট্রাক্টরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে।জানা গেছে কাঠগুদাম শতাব্দী এক্সপ্রেসে ওই ধরণের কাপে চা দেওয়া হচ্ছিলো। এক যাত্রী সেই কাপের ছবি তুলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ঘটনাটি ট্যুইট করেন। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।আরও জানা গেছে সঙ্কল্প ফাউন্ডেশন নামে এক এনজিও কাগজের কাপে ওই বিজ্ঞাপন ছেপেছিলো এবং ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা কাপে শতাব্দী এক্সপ্রেসে দুবার যাত্রীদের চা দেওয়া হয়।  

No comments:

Post a Comment

loading...