ওয়েব ডেস্ক ৩রা মার্চ ২০১৯: মাসুদ আজার কি মৃত ? ইন্টেলিনজেন্সের এই খবর সারা দেশে হৈচৈ ফেলে দিয়েছে । পাকিস্তান সরকারের তরফ থেকে যদিও এর সত্যতা স্বীকার করা হয়নি , কিন্তু তারা একবার এই খবরকে খণ্ডন করেনি ।
এমনকী পাকিস্তান সরকারও কোনও বিবৃতি দেয়নি। তবে খবর সঠিক হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।মাসুদ আজহারের মৃত্যুর দুটি সম্ভাবনা উঠে আসছে। প্রথমত, ভারতের এয়ার স্ট্রাইকে আহত হয়ে সেই আঘাত সামাল দিতে না পেরেই মারা গিয়েছে আজহার। এই তথ্য যেমন উঠে এসেছে। পাশাপাশি অন্য তথ্যও রয়েছে। যেমন শোনা গিয়েছে, মাসুদ আজহার বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। মূত্রাশয়ে সংক্রমণ হওয়ায় রওয়ালপিণ্ডির সেনা হাসপাতালে তার ডায়লিসিস চলছিল। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় সে মারা গিয়েছে বলে আর এক সূত্রে খবর এসেছে।তবে দেশটার নাম পাকিস্তান তো , এরা
মিথ্যের আশ্রয়ে বেছে থাকে ।যেমন একবার তারা জীবন্ত লাদেনকে মিথ্যে মরে যাওয়ার খবর রটিয়ে আন্তর্জাতিক দেশগুলোর চাপ সামাল দিয়েছিল । এবার কি তাই ? মোদীজি কি বলেন এখন সেটাই দেখার ।
এমনকী পাকিস্তান সরকারও কোনও বিবৃতি দেয়নি। তবে খবর সঠিক হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।মাসুদ আজহারের মৃত্যুর দুটি সম্ভাবনা উঠে আসছে। প্রথমত, ভারতের এয়ার স্ট্রাইকে আহত হয়ে সেই আঘাত সামাল দিতে না পেরেই মারা গিয়েছে আজহার। এই তথ্য যেমন উঠে এসেছে। পাশাপাশি অন্য তথ্যও রয়েছে। যেমন শোনা গিয়েছে, মাসুদ আজহার বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। মূত্রাশয়ে সংক্রমণ হওয়ায় রওয়ালপিণ্ডির সেনা হাসপাতালে তার ডায়লিসিস চলছিল। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় সে মারা গিয়েছে বলে আর এক সূত্রে খবর এসেছে।তবে দেশটার নাম পাকিস্তান তো , এরা
মিথ্যের আশ্রয়ে বেছে থাকে ।যেমন একবার তারা জীবন্ত লাদেনকে মিথ্যে মরে যাওয়ার খবর রটিয়ে আন্তর্জাতিক দেশগুলোর চাপ সামাল দিয়েছিল । এবার কি তাই ? মোদীজি কি বলেন এখন সেটাই দেখার ।
No comments:
Post a comment