ওয়েব ডেস্ক ৩১ শে মার্চ ২০১৯:লোকসভা ভোটের মরশুমে টোপ দাগা দাগি হবে ,এটাই স্বাভাবিক ব্যাপার আর এই চিত্রটাই মানুষ দেখে অভ্যস্থ । তবে এই টোপ দাগতে গিয়ে অনেকেই ব্যক্তিগত আক্রমণ করে বসেন । কোথায় থামতে হবে ভুলে যান । যেরকম বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ , সায়ন্তন বসু , আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথা কে না জানে ।প্রসঙ্গত রাহুল গান্ধী এক সাক্ষাৎকারে দেশের ‘ব্যর্থ’ অর্থনীতির জন্য দায়ী করলেন প্রধানমন্ত্রীকেই।“প্রধানমন্ত্রী নয়, প্রচারমন্ত্রী তিনি”, মোদীকে কটাক্ষ করে বললেন রাহুল।
আসন্ন লোকসভা নির্বাচনের পর মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে কিনা, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে। আমি দেশের ভালোর জন্য কাজ করব। এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ”।রাহুলের অভিযোগ ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। “মোদীর ওৌদ্ধত্ত্ব সাংঘাতিক এবং ক্ষমতার লোভও রয়েছে, উনি বিশ্বাস করেন সব সমস্যার সমাধান আছে ওনার কাছেই, কারোর সঙ্গে আলোচনাও করেন না”, অভিযোগ রাহুলের। দেশের ‘প্রধান সমস্যা বেকারত্ব’এর জন্যেও নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি।“২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২ কোটি চাকরি বাড়বে বাজারে, ১০০ টি স্মার্ট সিটি তৈরি হবে, প্রতিশ্রুতি ছিল এরকম।”ভোট বাজারে রাহুল গান্ধী বকলমে ভালোই প্রচার করলেন ,কিন্তু সযত্নে এড়িয়ে গেলেন আমেথির পরেও কেন কেরলের ওয়েনাড় থেকে তাকে কেন লড়তে হচ্ছে ।
আসন্ন লোকসভা নির্বাচনের পর মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে কিনা, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে। আমি দেশের ভালোর জন্য কাজ করব। এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ”।রাহুলের অভিযোগ ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। “মোদীর ওৌদ্ধত্ত্ব সাংঘাতিক এবং ক্ষমতার লোভও রয়েছে, উনি বিশ্বাস করেন সব সমস্যার সমাধান আছে ওনার কাছেই, কারোর সঙ্গে আলোচনাও করেন না”, অভিযোগ রাহুলের। দেশের ‘প্রধান সমস্যা বেকারত্ব’এর জন্যেও নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি।“২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২ কোটি চাকরি বাড়বে বাজারে, ১০০ টি স্মার্ট সিটি তৈরি হবে, প্রতিশ্রুতি ছিল এরকম।”ভোট বাজারে রাহুল গান্ধী বকলমে ভালোই প্রচার করলেন ,কিন্তু সযত্নে এড়িয়ে গেলেন আমেথির পরেও কেন কেরলের ওয়েনাড় থেকে তাকে কেন লড়তে হচ্ছে ।
No comments:
Post a Comment