Sunday, 3 March 2019

এক দিকে সন্ত্রাসবাদের সাথে লড়াই, আর সেটাই ইসু করে বিরোধীদের ওপর দোষারোপ ভোটের প্রচার ভালোই করছেন মোদীজি

ওয়েব ডেস্ক ৩রা মার্চ  ২০১৯: একদিকে পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক অন্যদিকে বিরোধীদের ওপর বিষোদ্গার । লোকসভা ভোটের আগে বেশ ভালোই প্রচারে নেমেছেন নরেন্দ্র দামোদর ভাই মোদী । প্রসঙ্গত সন্ত্রাসবাদের ইস্যুতে তিনি তার পাশে বিরোধীদের  পাননি বলে আঙ্গুল তুললেন ।পাটনায় লোকসভার প্রস্তুতির অংশ হিসেবেই সভা করলেন প্রধানমন্ত্রী।

পুলওয়ামা হামলার রেশ এখনও থেকে যাওয়ায় মোদীর ভাষণের শুরুতেই উঠে এল সন্ত্রাসবাদের প্রসঙ্গ। বালাকোটের এয়ার স্ট্রাইকের সময় কেন্দ্রের পাশে না থেকে বিরোধীরা দেশের শুত্রুদের মুখে হাসি ফুটিয়েছেন বলে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী। পাটনার এনডিএ-র সভায় মন্তব্য রাখলেন নিতিশ কুমার এবং রামবিলাস পাসওয়ানও।স্বাভাবিক ভাবেই মোদীর ভাষণ জুড়েই এ দিন ছিল কংগ্রেসের প্রতি কটাক্ষ। বাজপেয়ীর সময়ে যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছিল, কংগ্রেস জমানায় তা মুখ থুবড়ে পড়ে, অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আবার সেইসব কাজ এগোয় বলেই দাবি করলেন প্রধানমন্ত্রী।এটি যদি কাজ করে থাকেন মোদীজি তাহলে দেশে এতো বেকারত্ব বাড়ল কেন ? আর কেনইবা পূর্ব ভারতের লোক দক্ষিণে কাজের খোঁজে যাচ্ছে ? উত্তর আছে মোদীজি ?

No comments:

Post a Comment

loading...