ওয়েব ডেস্ক ১৫ই মার্চ ২০১৯: নামকরা অভিনেত্রী হলে কি মানুষের জন্য কাজ করা যায়না ? না কিছু নেতিবাচক মানসিকতা সম্পন্ন লোকের উপহাসের পাত্রী হয়ে থাকতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি বিগত সরকারের স্মশান করে দেওয়া বাংলাকে উন্নয়নের মাধ্যমে পুনরুজ্জীবন দিয়েছেন।আর এই উন্নয়নে শরিক হতে আর মানুষের জন্য কাজ করার তাগিদে নুসরাত জাহানের মতো শ্রদ্ধেয় মহিলা পাশে এসে দাঁড়িয়েছেন ।
এটাই হয়তো কিছু মানুষের চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে । না হলে এতো সমালোচনার ঝড় বইবে কেন নুসরাতকে নিয়ে ?প্রসঙ্গত টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে , অন্য আরেক টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও এবারের প্রার্থী , যাদবপুর কেন্দ্র থেকে। বৃহস্পতিবার মিডিয়ায় তাঁর উদ্দেশ্যে করা ট্রোলের তীব্র সমালোচনা করলেন নুসরাত জাহান। বললেন এগুলি অপসংস্কৃতি ছাড়া কিছুই নয়। প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর থেকেই তাঁর ও মিমির উভয়ের নামেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও মিম ছড়িয়ে পড়তে থাকে।নুসরাত উষ্মা প্রকাশ করে আরও বলেন — ‘ আমার মনে হয় এই পরিববর্তনটাই আমরা করতে চাইছি , মহিলাদের অপমান করার জন্য ট্রোলিং করা একটি নতুন উপায় , নারীদের আরও সম্মান দেওয়া হোক সেটাই চাই আমরা। আমি জানিনা এটা কারা করছে , কেনইবা করছে। আমার পরিষ্কার একটা কথাই মনে হয় , এরা অসভ্য , ওরা যদি জানত কিভাবে নিজের মা – বোনেদের সম্মান করতে হয় , তাহলে আমাদেরও সম্মান দিতে পারত।’
এটাই হয়তো কিছু মানুষের চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে । না হলে এতো সমালোচনার ঝড় বইবে কেন নুসরাতকে নিয়ে ?প্রসঙ্গত টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে , অন্য আরেক টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও এবারের প্রার্থী , যাদবপুর কেন্দ্র থেকে। বৃহস্পতিবার মিডিয়ায় তাঁর উদ্দেশ্যে করা ট্রোলের তীব্র সমালোচনা করলেন নুসরাত জাহান। বললেন এগুলি অপসংস্কৃতি ছাড়া কিছুই নয়। প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর থেকেই তাঁর ও মিমির উভয়ের নামেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও মিম ছড়িয়ে পড়তে থাকে।নুসরাত উষ্মা প্রকাশ করে আরও বলেন — ‘ আমার মনে হয় এই পরিববর্তনটাই আমরা করতে চাইছি , মহিলাদের অপমান করার জন্য ট্রোলিং করা একটি নতুন উপায় , নারীদের আরও সম্মান দেওয়া হোক সেটাই চাই আমরা। আমি জানিনা এটা কারা করছে , কেনইবা করছে। আমার পরিষ্কার একটা কথাই মনে হয় , এরা অসভ্য , ওরা যদি জানত কিভাবে নিজের মা – বোনেদের সম্মান করতে হয় , তাহলে আমাদেরও সম্মান দিতে পারত।’
No comments:
Post a Comment