ওয়েব ডেস্ক ২রা মার্চ ২০১৯:পাকিস্তান যে কতটা মূর্খের দেশ তা হয়তো এই উত্তেজনার পূর্বক আবহের সৃষ্টি না হলে আন্দাজই করা যেতনা । জেনেভা কনভেনশন কি ? সেটাই সর্বাধিক সংখক পাকিস্তানী বোঝেনা । অতএব বিশ্বের কাছে হাসির খোরাক হয়েই স্তিমিত থাকছে ।প্রসঙ্গত ভারতীয় উইং কমান্ড্যার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতেই এবার ইমরানকে শান্তির পূজারি বলে ঘোষণা করতে এগিয়ে এলেন পাক বাসিন্দারা।
শুধু তাই নয়, ইমরানকে এজন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও তোলা হয়েছে পাকিস্তানের সোশ্যাল সাইটে। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ। জানা গিয়েছে, রামিজ আসিফ নামে এক ব্যক্তি প্রথম এই ক্যাম্পেনিং শুরু করে। এখনও পর্যন্ত ২৮,০০০ সইও নাকি সংগ্রহ করা হয়েছে। কেউ লিখেছেন, এতদিন বাদে একজন সত্যিকারের নেতাকে পেয়েছেন পাকিস্তান। এক নাগরিকের ট্যুইট, আমি অনেক ভাগ্যবান যে আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী। খুব কম হলেও কেউ এই দাবির সমালোচনা করে লিখেছেন, বিশ্ব রাজনীতি বা জেনেভা চুক্তি সম্পর্কে অজ্ঞরাই এই ধরনের দাবি জানাতে পারে। আর এইসব দেখে হাসির খোরাক পাচ্ছেন বহু মানুষ। পাকিস্তানের পক্ষে বালুচিস্তান সামলানো যাচ্ছেনা , করাচী সামলানো যাচ্ছেনা , এরা আবার কাশ্মীরিদের কথা ভাবে । হাস্যকর নয় কি ?।
শুধু তাই নয়, ইমরানকে এজন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও তোলা হয়েছে পাকিস্তানের সোশ্যাল সাইটে। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ। জানা গিয়েছে, রামিজ আসিফ নামে এক ব্যক্তি প্রথম এই ক্যাম্পেনিং শুরু করে। এখনও পর্যন্ত ২৮,০০০ সইও নাকি সংগ্রহ করা হয়েছে। কেউ লিখেছেন, এতদিন বাদে একজন সত্যিকারের নেতাকে পেয়েছেন পাকিস্তান। এক নাগরিকের ট্যুইট, আমি অনেক ভাগ্যবান যে আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী। খুব কম হলেও কেউ এই দাবির সমালোচনা করে লিখেছেন, বিশ্ব রাজনীতি বা জেনেভা চুক্তি সম্পর্কে অজ্ঞরাই এই ধরনের দাবি জানাতে পারে। আর এইসব দেখে হাসির খোরাক পাচ্ছেন বহু মানুষ। পাকিস্তানের পক্ষে বালুচিস্তান সামলানো যাচ্ছেনা , করাচী সামলানো যাচ্ছেনা , এরা আবার কাশ্মীরিদের কথা ভাবে । হাস্যকর নয় কি ?।
No comments:
Post a comment