ওয়েব ডেস্ক ২৯ শে মার্চ ২০১৯: অমিত শাহ আগে ঠিক করেনিক উনি কোন দলের হয়ে প্রচার করতে এসেছিলেন বাংলায় আজ । তিনি মুখে বিজেপির প্রচারক হলেও তার মুখে সিপিএমের সুখ্যাতি শুনে খোদ সিপিএমের ক্যাডাররাও বিস্মিত । এরকমও কখনো হয় ? তবে বাস্তব এটাই , তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে করতে সিপিএমকে অক্সিজেন জুগিয়ে গেলেন এই বাংলায় ।
তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা যতই তিনি সিপিএম প্রীতি দেখেননা কেন , এতে সিপিএমের একবিন্দুও লাভ হবেনা । কারণ যেভাবে ৩৪ বছরের অপশাসন থেকে মানুষকে সিপিএমের হাত থেকে মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলার মানুষের শিরায় শিরায় বইছে । আর এর জন্য বাংলার মানুষ চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে এসেছেন এবং আগামী দিনেও দুহাত তুলে করবেন । প্রসঙ্গত অমিত শাহজি তার বক্তিতায় বলেন মানুষ বুজেছে তৃণমূলের থেকে সিপিএম অনেক ভালো ছিল, মমতার দিন শেষ হয়ে গেছে বলেও বার্তা দেন অমিত শাহ। তিনি আরও বলেন সিপিএমের হাত থেকে বাঁচতে দিদিকে এনেছিল বাংলার মানুষ। এখন সবাই ভাবছে সিপিএম অনেক ভালো ছিল। মানুষের আর ভরসা নেই দিদির সরকারের উপর। এবার দিদিকে চলে যেতে হবে।বিদ্যজনেদের একাংশের অভিমত , অমিত সাহেরা ঠান্ডা ঘরে বসে অলীক স্বপ্ন দেখতেই পারেন , তবে তাদের মনে রাখা দরকার , মমতা বন্দ্যোপাধ্যকে বাংলার মানুষ ভালোবাসে , যেই সৌভাগ্য আর কারুর জুটবেনা । ইটা হলপ করে বলে দেওয়া যায় ।
তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা যতই তিনি সিপিএম প্রীতি দেখেননা কেন , এতে সিপিএমের একবিন্দুও লাভ হবেনা । কারণ যেভাবে ৩৪ বছরের অপশাসন থেকে মানুষকে সিপিএমের হাত থেকে মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলার মানুষের শিরায় শিরায় বইছে । আর এর জন্য বাংলার মানুষ চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে এসেছেন এবং আগামী দিনেও দুহাত তুলে করবেন । প্রসঙ্গত অমিত শাহজি তার বক্তিতায় বলেন মানুষ বুজেছে তৃণমূলের থেকে সিপিএম অনেক ভালো ছিল, মমতার দিন শেষ হয়ে গেছে বলেও বার্তা দেন অমিত শাহ। তিনি আরও বলেন সিপিএমের হাত থেকে বাঁচতে দিদিকে এনেছিল বাংলার মানুষ। এখন সবাই ভাবছে সিপিএম অনেক ভালো ছিল। মানুষের আর ভরসা নেই দিদির সরকারের উপর। এবার দিদিকে চলে যেতে হবে।বিদ্যজনেদের একাংশের অভিমত , অমিত সাহেরা ঠান্ডা ঘরে বসে অলীক স্বপ্ন দেখতেই পারেন , তবে তাদের মনে রাখা দরকার , মমতা বন্দ্যোপাধ্যকে বাংলার মানুষ ভালোবাসে , যেই সৌভাগ্য আর কারুর জুটবেনা । ইটা হলপ করে বলে দেওয়া যায় ।
No comments:
Post a Comment