ওয়েব ডেস্ক ৩১ শে মার্চ ২০১৯:সমস্ত জল্পনার অবসান। দ্বিতীয় কেন্দ্র হিসেবে কেরালার ওয়েনাড়কেই বেছে নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যন্টনি জানিয়েছেন, “দুটি আসন থেকে ভোটে লড়ার ব্যাপারে রাহুলজি তাঁর সম্মতির কথা জানিয়েছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কেরালার ওয়েনাড় থেকেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন আসে তাহলে কি আমেথি থেকে জেতার ব্যাপারে কি আত্মবিশ্বাসী নন রাহুল?
দলের মাথা হয়ে তিনিই যদি আত্ববিশ্বাসী না হন তাহলে কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করবে কি করে ? এই প্রশ্নগুলো রাহুল গান্ধীর নিজেকে করা উচিত । এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে জিজ্ঞেস করতে তিনি বলেন “মোদীজি গুজরাট ছেড়ে বারাণসীতে গেলেন কেন? এগুলো ছেলেমানুষি কথাবার্তা। স্মৃতি ইরানি এবার হারের হ্যাটট্রিক করবেন।”উত্তর কেরেলার ওয়েনাড় আসনটি ডিলিমিটেশনের পর তৈরি হয় ২০০৯ সালে। এখানকার জনসংখ্যার একটা বড় অংশই আদিবাসী। এই আসনটিকে কংগ্রেসের পক্ষে নিরাপদ আসন বলেই মনে করা হচ্ছে। এর আগের দুবারের ভোটেই এখান থেকে জিতেছিলেন কংগ্রেস এমআই শানবাস। তিনি গত বছর মারা যান। তবে ২০১৪ সালের ভোটে তাঁর মার্জিন কমেছিল অনেকটাই। মমতা বন্দ্যোপাধ্যের যা কারিশমা আছে রাহুল গান্ধীর তা সিকি ভাগও নেই । সেটা রাহুল গান্ধী নিজেও জানেন । বুদ্ধিমানের মতো কাজ করবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন করেন লোকসভা নির্বাচনের পরে ।
দলের মাথা হয়ে তিনিই যদি আত্ববিশ্বাসী না হন তাহলে কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করবে কি করে ? এই প্রশ্নগুলো রাহুল গান্ধীর নিজেকে করা উচিত । এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে জিজ্ঞেস করতে তিনি বলেন “মোদীজি গুজরাট ছেড়ে বারাণসীতে গেলেন কেন? এগুলো ছেলেমানুষি কথাবার্তা। স্মৃতি ইরানি এবার হারের হ্যাটট্রিক করবেন।”উত্তর কেরেলার ওয়েনাড় আসনটি ডিলিমিটেশনের পর তৈরি হয় ২০০৯ সালে। এখানকার জনসংখ্যার একটা বড় অংশই আদিবাসী। এই আসনটিকে কংগ্রেসের পক্ষে নিরাপদ আসন বলেই মনে করা হচ্ছে। এর আগের দুবারের ভোটেই এখান থেকে জিতেছিলেন কংগ্রেস এমআই শানবাস। তিনি গত বছর মারা যান। তবে ২০১৪ সালের ভোটে তাঁর মার্জিন কমেছিল অনেকটাই। মমতা বন্দ্যোপাধ্যের যা কারিশমা আছে রাহুল গান্ধীর তা সিকি ভাগও নেই । সেটা রাহুল গান্ধী নিজেও জানেন । বুদ্ধিমানের মতো কাজ করবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন করেন লোকসভা নির্বাচনের পরে ।
No comments:
Post a Comment