Sunday, 17 March 2019

অসমে বিজেপির স্তম্ভ বলে পরিচিত সাংসদ রামপ্রসাদ শর্মা অতিষ্ট হয়ে বিজেপি ছাড়লেন

ওয়েব ডেস্ক ১৭ই মার্চ ২০১৯:অসমে যাদের অক্লান্ত পরিশ্রমে বিজেপি অসমে সরকার গঠন করেছিল , আজ তারাই বিজেপির খাতায় ব্রাত্য ।এরকম অভিযোগ অনেকদিন ধরেই আসছিল , কিন্তু এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব।এবার তার প্রতিক্রিয়া আস্তে শুরু করল ।প্রসঙ্গত অসমের তেজপুরের বর্তমান বি জে পি সাংসদ রামপ্রসাদ শর্মা বি জে পি ত্যাগ করলেন। এটা বি জে পি -র কাছে বড় ধাক্কা। নিজের দলত্যাগের কথা বলতে গিয়ে তিনি বলেন , ‘দলে নতুন অনুপ্রবেশকারীদের ‘ কারণে পুরনো কর্মীরা অবহেলার শিকার হচ্ছেন।
শ্রী শর্মা আরও জানান ,তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন আর এস এস ও বি এইচ পি -তে ১৫ বছর এবং ২৯ বছর বি জে পি -তে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করার পর। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন তিনি।তেজপুরে সম্ভাব্য প্রার্থীর প্যানেলে তাঁর নাম ছিল না , শুধুমাত্র অসমের মন্ত্রী ও এন ই ডি এ আহ্বায়ক হি ঘোষণার কথা আছে। আরেকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি জানিয়েছেন — ‘ একজন বর্তমান সাংসদ ও অসম গোর্খা সম্মেলনের সভাপতি হওয়া সত্ত্বেও প্রদেশ বি জে পি কমিটি আমার নাম দিল্লিতে পাঠানো প্যানেলে দিতে পারেনি ! এই ঘটনায় আমি তীব্র অপমানিত বোধ করেছি। ‘তিনি অবশ্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত তাঁর কেন্দ্র তেজপুরের মানুষের উন্নয়নের জন্য প্রাণপাত করবেন এমন অঙ্গীকার করেছেন। শ্রী শর্মা জানিয়েছেন যেসব পুরনো কর্মী দলের জন্য ঘাম রক্ত ঝরিয়ে বি জে পি কে ক্ষমতায় এনেছেন তারাই এখন দলের সবচেয়ে অপমানিত ও অবহেলিত অংশে পরিণত হয়েছেন।প্রসঙ্গত উল্লেখ্য শ্রী শর্মা ২০১৪ সালে তেজপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন , এই কেন্দ্রটি গোর্খা জনজাতি অধ্যুষিত।  

No comments:

Post a Comment

loading...