ওয়েব ডেস্ক ২৩শে মার্চ ২০১৯:জনগণের মনে আছে পশ্চিমবঙ্গে মোদীজি যখন একবার ভাষণ দিতে এসেছিলেন ঠাকুরনগরে , তখন স্টেজ ভেঙে পড়েছিল যার জন্য অনেকে আহত হয়েছিল । মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার দূরদর্শিতা থেকে একটাই কথা বলেছিলেন , যারা একটা স্টেজ বানাতে পারেনা তারা আবার দেশ চালাবে ? আবার এই স্টেজ ভাঙার ঘটনা উঠে এলো যা ঠাকুরনগরের স্মৃতি উস্কে দিল ।
প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে উত্তর প্রদেশের সম্ভলে আয়োজন করা হয়েছিল বিশেষ হোলি অনুষ্ঠানের। ভোটের আগে হোলির অনুষ্ঠান করে প্রচারে চমক দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আর সেটা করতে গিয়েই ঘটল বিপদ। হুল্লোড়ের চোটে অনুষ্ঠানের মাঝেই ভেঙে পড়ল মঞ্চ। ভিড়ের চাপে মঞ্চ সহ পড়ে যান বিজেপি নেতারা।গুরুতর আহত হয়েছেন বিজেপির কিষাণ মোর্চা নেতা অবধেশ যাদব। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত নেতাদের যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হোলির আনন্দ মুহুর্তে মাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। হোলির উৎসবে প্রচারের পরিকল্পনা যাকে বলে মাঠে মারা গেল বিজেপির। আপাতত প্রচার শিকেয় তুলে নেতাদের সেবা সুশ্রুষাতেই মেতেছেন কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে উত্তর প্রদেশের সম্ভলে আয়োজন করা হয়েছিল বিশেষ হোলি অনুষ্ঠানের। ভোটের আগে হোলির অনুষ্ঠান করে প্রচারে চমক দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আর সেটা করতে গিয়েই ঘটল বিপদ। হুল্লোড়ের চোটে অনুষ্ঠানের মাঝেই ভেঙে পড়ল মঞ্চ। ভিড়ের চাপে মঞ্চ সহ পড়ে যান বিজেপি নেতারা।গুরুতর আহত হয়েছেন বিজেপির কিষাণ মোর্চা নেতা অবধেশ যাদব। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত নেতাদের যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হোলির আনন্দ মুহুর্তে মাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। হোলির উৎসবে প্রচারের পরিকল্পনা যাকে বলে মাঠে মারা গেল বিজেপির। আপাতত প্রচার শিকেয় তুলে নেতাদের সেবা সুশ্রুষাতেই মেতেছেন কর্মী সমর্থকরা।
No comments:
Post a Comment