Monday, 11 March 2019

বিরোধীদের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক ধেয়ে আসার হুমকি সুষমার মুখে ,পড়ুন

ওয়েব ডেস্ক ১১ই  মার্চ ২০১৯: তিনি বলেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেননা , কিন্তু দলের প্রতি তার আনুগত্য দেখার মতো ।এখনো তিনি বিজেপির একনিবিষ্ট সৈনিক , তাই বিরোধীদের উদ্দেশ্যে তিনি কড়া সমালোচনা মূলক কথা বার্তা বলতেও পিছপা হননা । তিনি আর কেউ নন আমাদের সুষমা স্বরাজ । তবে যে ভাষায় তিনি পরোক্ষে বিরোধীদের তুলনা টানলেন তা নিয়ে তুমুল  বিতর্কের সৃষ্টি হতেই পারে ।

প্রসঙ্গত রবিবার মুম্বইয়ে দলের একটি কর্মসূচিতে সুষমা বলেছেন, আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। যেটা করবেন দেশের ভোটাররা। বিরোধীদের বিরুদ্ধে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। পাশাপাশি বিজেপিই যে ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরছে, সে ব্যাপারেও যথেষ্ট ‘আত্মবিশ্বাসী’ বিদেশমন্ত্রী।রবিবার বিজেপি মহিলা নেতৃত্বের একটি অনুষ্ঠানে সুষমা বলেছেন, “২০১৯ সালের নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবেন দেশের ভোটাররা।” দলীয় কর্মীদের উদ্দেশে সুষমা বলেন, “গোটা দেশজুড়ে তিনটি স্লোগান সবার মুখে মুখে ঘুরছে – ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ।”কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীরা কি আতঙ্কবাদী যে তাদের উদ্দেশে সার্জিকাল স্ট্রাইক এর মতো শব্ধ ব্যবহার করলেন সুষমা স্বরাজ ? তিনি পরোক্ষে কি বোঝাতে চেয়েছেন সেটা তার ব্যাখ্যা কড়া উচিত ।সার্জিকাল স্ট্রাইক করেছে দেশের সেনারা , কিন্তু তিনি তার বিজেপি তার বাহবা তো নিতে পারেনা । যেকানে প্রকাশ্যেই তিনি নিচ্ছেন । নির্বাচন কমিশনারের ব্যারন সত্ত্বেও । মেনে নেওয়া যায়?

No comments:

Post a Comment

loading...