ওয়েব ডেস্ক ৭ই মার্চ ২০১৯: এরই নাম পাকিস্তান , এক দিকে চোর কে বলবে চুরি করতে আর অন্য দিকে গৃহস্ত বলবে সজাগ থাকতে । পাকিস্তানের এই দ্বিচারিতা বহুদিনের , এবার ইমরান খানও এই দ্বিচারিতা থেকে বেরোতে পারলেননা বলেই মনে করছেন বিদ্যজনেদের একাংশ । প্রসঙ্গত দু’দিন আগেও ৪৪ জন জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাক সরকার।
কিন্তু তার মধ্যেই পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকে নিজের দলে নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিলেন ইমরান খান নিয়াজী । ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফএ যোগ দিয়েছেন হরকত উল মুজাহিদিন নেতা মওলানা ফজলুর রহমান খলিল।এখন কথা উঠছে তেহরিক-ই-ইনসাফ কিভাবে একজন জঙ্গিকে নিজেদের দলে নিতে পারে । স্বাভাবিক ভাবেই এই ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার যে দাবি করছে পাক সরকার, তা নিয়েই প্রশ্ন উঠে গেল আন্তর্জাতিক মহলে।এর জবাব দেওয়ার জন্য ইমরান খান তৈরী তো ?মানুষ কিন্তু এর কৈফিয়ত অবশ্যই চাইবে ।এখানেই শেষ নয় , যেই সব প্রথম সারির জঙ্গি গোষ্ঠীর নাম আমেরিকা তালিকা ভুক্ত করেছে , সেই প্রথম সারির জঙ্গি গোষ্ঠীরই অন্যতম এই ফজলুর রহমান খলিল। একজন কুখ্যাত জঙ্গি কি করে মৌলানা উপাধি পেলেন এটাও লাখ টাকার প্রশ্ন ।
কিন্তু তার মধ্যেই পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকে নিজের দলে নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিলেন ইমরান খান নিয়াজী । ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফএ যোগ দিয়েছেন হরকত উল মুজাহিদিন নেতা মওলানা ফজলুর রহমান খলিল।এখন কথা উঠছে তেহরিক-ই-ইনসাফ কিভাবে একজন জঙ্গিকে নিজেদের দলে নিতে পারে । স্বাভাবিক ভাবেই এই ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার যে দাবি করছে পাক সরকার, তা নিয়েই প্রশ্ন উঠে গেল আন্তর্জাতিক মহলে।এর জবাব দেওয়ার জন্য ইমরান খান তৈরী তো ?মানুষ কিন্তু এর কৈফিয়ত অবশ্যই চাইবে ।এখানেই শেষ নয় , যেই সব প্রথম সারির জঙ্গি গোষ্ঠীর নাম আমেরিকা তালিকা ভুক্ত করেছে , সেই প্রথম সারির জঙ্গি গোষ্ঠীরই অন্যতম এই ফজলুর রহমান খলিল। একজন কুখ্যাত জঙ্গি কি করে মৌলানা উপাধি পেলেন এটাও লাখ টাকার প্রশ্ন ।
No comments:
Post a comment