ওয়েব ডেস্ক ২৪ শে এপ্রিল ২০১৯: বেফাঁস কথা বলাটা বিজেপির নেতা , নেত্রী মন্ত্রীদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে । যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুলিশ পেটাবার কথা বলে সেখানে লকেটের মতো টলিউড অসফল লোকেরা তো যা খুশি তাই বলবেনই । ফলটাও পেতে হবে । পেলেনও , হল এফআই আর । কিসের জন্য ? উস্কানিমূলক মন্তব্যের জন্য ।সোমবার হুগলির চণ্ডীতলায় রাম নবমীর মিছিল বের করে বিজেপি।
সেই মিছিলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় ২০ বিজেপি সমর্থককে গ্রেফতার করে।ওই গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার কামারকুণ্ডুতে হুগলি গ্রামীন জেলা পুলিস সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী মলয় মজুমদারের অভিযোগ ওই বিক্ষোভ সমাবেশে মাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য রাখেন লকেট।বুধবার লকেটের বিরুদ্ধে চুঁচুড়া থানায় ওই অভিযোগে একটি এফআইআর করেন মলয় মজুমদার। পাশাপাশি তিনি হুগলির জেলাশাসক ও চন্দননগর কমশিনারেটেও লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর কাছে অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিস এনিয়ে ব্যবস্থা না নিলে আদালতে মামলা করা হবে।দিনের আলোর মতো পরিষ্কার , বিপাকে লকেট ।
সেই মিছিলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় ২০ বিজেপি সমর্থককে গ্রেফতার করে।ওই গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার কামারকুণ্ডুতে হুগলি গ্রামীন জেলা পুলিস সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী মলয় মজুমদারের অভিযোগ ওই বিক্ষোভ সমাবেশে মাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য রাখেন লকেট।বুধবার লকেটের বিরুদ্ধে চুঁচুড়া থানায় ওই অভিযোগে একটি এফআইআর করেন মলয় মজুমদার। পাশাপাশি তিনি হুগলির জেলাশাসক ও চন্দননগর কমশিনারেটেও লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর কাছে অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিস এনিয়ে ব্যবস্থা না নিলে আদালতে মামলা করা হবে।দিনের আলোর মতো পরিষ্কার , বিপাকে লকেট ।
No comments:
Post a comment