Friday, 12 April 2019

লোকসভা ভোটের মধ্যেই বিজেপি মন্ত্রিসভার থেকে পদত্যাগ করলেন অনিল শর্মা

ওয়েব ডেস্ক ১২ই এপ্রিল ২০১৯: জাহাজ যখন ডুবতে থাকে তখন প্রথম ইঁদুররার সেই জাহাজ ছেড়ে পালায়। এবার এমনই কিছু ঘটে চলেছে বিজেপির সাথে । লোকসভা ভোট গতকাল থেকে শুরু হয়েছে এরই মধ্যে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের প্রবণতা অব্যাহত ।
প্রসঙ্গত কংগ্রেস নেতা সুখরামের পুত্র অনিল শর্মা হিমাচল প্রদেশের বি জে পি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।এরপর থেকেই অনিলের ভাগ্য ঠিক কোন পথে এগোবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। প্রদেশ বি জে পি সভাপতি সতপাল সিং সাত্তি মন্তব্য করেন –‘ গোটা বিষয়টিই নির্ভর করছে অনিলের উপর , তিনি হিমাচল প্রদেশের মন্ত্রিসভায় থাকবেন নাকি পদত্যাগ করবেন। এই সম্পর্কে তাঁর অবস্থানটি স্পষ্ট হওয়া প্রয়োজন। ‘বিদ্যজনেদের একাংশের অভিমত এইসব ছোট ছোট ঘটনাই প্রমান করে দেয় লোকসভার রেজাল্ট কি হতে চলেছে ।

No comments:

Post a Comment

loading...