Saturday, 27 April 2019

এবার নিজের দলের কর্মীদেরই অপদার্থ বলে বিতর্কে জড়ালেন বিজেপির অনুপম হাজরা , বিজেপি কর্মিরা থ'

ওয়েব ডেস্ক ২৭শে এপ্রিল ২০১৯: দুদিন আগেই বিজেপি অনুপম হাজরার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেঁয়ে গেছে , যদিও দৈনিক ২৪*৭ এর সত্যতা যাচাই করেনি , সেই কেলেঙ্কারি বিজেপি কর্মীরা ঠিক মতো ধামাচাপা দিতে পারেননি বলেই কি তাদের বিরুদ্ধে এতটা রেগে গেছেন বিজেপির অনুপম হাজরা ? প্রশ্ন উঠছে সর্বত্রই ।
এটাই আবার আসল কারণ নয়তো ? এরকম প্রশ্নও উঠে আসছে । প্রসঙ্গত এবার নিজের দলের কর্মীদেরই ‘অপদার্থ’ বলে কটাক্ষ তৃণমূল থেকে বহিস্কৃত বিজেপি নেতা৷ দলীয় কর্মীদের প্রশ্নের উত্তরে প্রকাশ্যে মাইক হাতে অপদার্থতার অভিযোগ তেলেন বোলপুরের বিদায়ী এই সাংসদ৷ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের সুভাষগ্রামে অনুপমের বাড়ি-বাড়ি প্রচার করা কথা ছিল৷ অভিযোগ, দলীয় কর্মীরা নির্ধারিত সময়ে পৌঁছে গেলে ঘণ্টাতিনেক দেরিতে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী৷ প্রার্থী আসতে দেরি করলেও হাল ছাড়েননি কর্মীরা৷ প্রার্থীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন৷ শনিবার সেই নিয়েই তাঁকে প্রশ্ন করেন কর্মীরা৷ দলীয় কর্মীদের ছোঁড়া প্রশ্নে চোটে যান বিজেপি প্রার্থী৷ মাইক্রোফোন হাতে সভামঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে সেই প্রশ্নের জবাব দেন অনুপম৷ বলেন, ‘‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় আমাকে৷ আমি যাঁদের নিয়ে কাজ করছি, প্রকাশ্যেই বলছি, তাঁরা একেকটা অপদার্থ৷’’ এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই হকচকিয়ে যান বিজেপি কর্মীরা । তারা এরকম একটা উত্তর যে পাবেন তা তারা কস্মিনকালেও হয়তো ভাবেননি ।

No comments:

Post a Comment

loading...