ওয়েব ডেস্ক ১৭ই এপ্রিল ২০১৯: বিজেপির জোট সঙ্গীরাই কি বিজেপি কে সব থেকে ভালো চেনে ? প্রশ্নটা লাখ টাকার । দ্বিমত নানা ভাবে আসতেই পারে , তবে সব যে মিথ্যে এটা তো হতে পারেনা । প্রসঙ্গত পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার দাবি করেছেন বিজেপি হল বাঙালি বিরোধী, হিন্দু বিরোধী পার্টি।ভোট প্রচারের মাঝেই তিনি স্বীকার করেন মূলত হিন্দুত্ব নিয়ে প্রচার করছেন বলে । "বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য কে বাঁচিয়ে রাখার জন্যই এখানে শিবসেনা করছি। বিজেপি হল বাঙালি বিরোধী, হিন্দু বিরোধী পার্টি। ওরা মেকি হিন্দু। আমরা বাংলা ভাষা বাংলা ঐতিহ্য বাঁচানোর জন্য কাজ করছি। বিজেপি উত্তর ভারতের সংস্কৃতি এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।" অশোক বাবুর বিস্ফোরক সংযোজন ।
মহারাষ্ট্রতে বিজেপি শিবসেনা জোট হলেও বাংলায় হয়নি। পশ্চিমবঙ্গে ১৫টি আসনে দিয়েছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দলটি। অশোক সরকার নিজে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ভোটে লড়ছেন।কিন্তু কেন বিজেপি বিরুদ্ধে লড়াই?
শিবসেনা নেতার জবাব,’বিজেপির নকল হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতেই । তাঁর অভিযোগ, বিজেপি এখন হিন্দুত্ব নিয়ে মানুষকে বোকা বানায়। তারপর বিজেপি এখন তৃণমূল ও সিপিএমের বাতিলদের নিয়ে প্রার্থী করছে। তাই তাঁদের সঙ্গে থাকবে না শিবসেনা।’
বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কোথাও কি কোন আফসোস হচ্ছে?
শিবসেনার সম্পাদকের জবাব,’হ্যাঁ, আফসোস হচ্ছে বই কী। যে দলটা এতদিন করছি সেই দলের মধ্যে অনেক কিছু ঢুকে পড়েছে। শুধু তৃণমূল,সিপিএম নয়, কংগ্রেস,ফরওয়ার্ড ব্লক সহ যে যেখান থেকে পাচ্ছে উচ্ছিষ্ট নিয়ে বিজেপিতে ভরাট হচ্ছে।’
অশোক সরকার বলেন,’ বিজেপি এখন একটা ব্যবসায়িক সংস্থায় পরিণত হয়েছে। তারপর এ রাজ্যে ওদের কোনও ভবিষ্যৎ নেই। তৃণমূলের বাতিলদের নিয়ে নয়া সংস্করণ হল বিজেপি।’
জেতার ব্যাপারে কতটা আশাবাদী?
শিবসেনা নেতা বলছেন,’জনগণ ভোট দিলে জিতব ভোট না দিলে জিতব না।’
কিন্তু আপনি ভোটে দাঁড়িয়ে কি বিজেপির ভোট কাটবে না?
হিন্দুত্ববাদী ওই নেতার জবাব,’আমি যখন বিজেপি করতাম, ডানপন্থীরা তাই বলতেন,বামপন্থীদের জেতানোর জন্য বিজেপি ভোটে লড়ছে।’ বিদ্যজনেদের একাংশের অভিমত ভোটের বাজারে সস্তার প্রচার পাওয়ার জন্য ছোট ছোট দল গুলো নিজের ইচ্ছা মতো নিজেদের কথা বলে যাচ্ছে ।
মহারাষ্ট্রতে বিজেপি শিবসেনা জোট হলেও বাংলায় হয়নি। পশ্চিমবঙ্গে ১৫টি আসনে দিয়েছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দলটি। অশোক সরকার নিজে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ভোটে লড়ছেন।কিন্তু কেন বিজেপি বিরুদ্ধে লড়াই?
শিবসেনা নেতার জবাব,’বিজেপির নকল হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতেই । তাঁর অভিযোগ, বিজেপি এখন হিন্দুত্ব নিয়ে মানুষকে বোকা বানায়। তারপর বিজেপি এখন তৃণমূল ও সিপিএমের বাতিলদের নিয়ে প্রার্থী করছে। তাই তাঁদের সঙ্গে থাকবে না শিবসেনা।’
বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কোথাও কি কোন আফসোস হচ্ছে?
শিবসেনার সম্পাদকের জবাব,’হ্যাঁ, আফসোস হচ্ছে বই কী। যে দলটা এতদিন করছি সেই দলের মধ্যে অনেক কিছু ঢুকে পড়েছে। শুধু তৃণমূল,সিপিএম নয়, কংগ্রেস,ফরওয়ার্ড ব্লক সহ যে যেখান থেকে পাচ্ছে উচ্ছিষ্ট নিয়ে বিজেপিতে ভরাট হচ্ছে।’
অশোক সরকার বলেন,’ বিজেপি এখন একটা ব্যবসায়িক সংস্থায় পরিণত হয়েছে। তারপর এ রাজ্যে ওদের কোনও ভবিষ্যৎ নেই। তৃণমূলের বাতিলদের নিয়ে নয়া সংস্করণ হল বিজেপি।’
জেতার ব্যাপারে কতটা আশাবাদী?
শিবসেনা নেতা বলছেন,’জনগণ ভোট দিলে জিতব ভোট না দিলে জিতব না।’
কিন্তু আপনি ভোটে দাঁড়িয়ে কি বিজেপির ভোট কাটবে না?
হিন্দুত্ববাদী ওই নেতার জবাব,’আমি যখন বিজেপি করতাম, ডানপন্থীরা তাই বলতেন,বামপন্থীদের জেতানোর জন্য বিজেপি ভোটে লড়ছে।’ বিদ্যজনেদের একাংশের অভিমত ভোটের বাজারে সস্তার প্রচার পাওয়ার জন্য ছোট ছোট দল গুলো নিজের ইচ্ছা মতো নিজেদের কথা বলে যাচ্ছে ।
No comments:
Post a comment