ওয়েব ডেস্ক ২৯শে এপ্রিল ২০১৯: কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয়র ঝামেলা করা প্রবণতা বেড়ে গেছে । পরিসংখ্যান তাই বলছে । চতুর্থ দফার ভোটে বাবুলের অগ্নি পরীক্ষা , গতবার বরাত জোরে জিতে গিয়েছিলেন বলে মনে করেন অনেক রাজনীতিবিদই , এবার প্রতিদ্বন্দ্বী মুন মুন সেন , বৈতরণী পার হওয়াটা বেজায় কঠিন বলেই কি রংবাজের মতো আচরণ করলেন ?
প্রসঙ্গত আসানসোলের বারাবনির একটি বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে গুজব ওঠার পর ঘটনাস্থলে পৌঁছোন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এর পরেই তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল। বুথে ঢুকে এজেন্টদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের মারধর করেছে বিজেপির লোকজন ।বাবুল বলেন, ”আমি জানতাম, প্রথম যেখানে যাব, সেখানেই গণ্ডগোল করবে। ওরা আমাকে আটকাতে চাইছে। কিন্তু সেটা পারবে না।” বাবুল সুপ্রিয় কেন বুথে ঝামেলা করলেন, সেই ব্যাপারে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত আসানসোলের বারাবনির একটি বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে গুজব ওঠার পর ঘটনাস্থলে পৌঁছোন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এর পরেই তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল। বুথে ঢুকে এজেন্টদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের মারধর করেছে বিজেপির লোকজন ।বাবুল বলেন, ”আমি জানতাম, প্রথম যেখানে যাব, সেখানেই গণ্ডগোল করবে। ওরা আমাকে আটকাতে চাইছে। কিন্তু সেটা পারবে না।” বাবুল সুপ্রিয় কেন বুথে ঝামেলা করলেন, সেই ব্যাপারে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
No comments:
Post a comment