ওয়েব ডেস্ক ৬ই এপ্রিল ২০১৯: মার্কেটিং কি ভাবে করতে হয় বিজেপির কাছ থেকে অন্য দলের না শেখাই উচিত । যেভাবে মুসলিম ভোট পেতে মার্কেটিং করছে বিজেপি সেটা তাদের দলের পক্ষে ভালো হলেও সাধারণ মানুষের পক্ষে কখনোই ভালো নয় । দলের মার্কেটিং থেকেও বেশি দরকার সঠিক নীতি যা দিয়ে মুসলিম সমাজ থেকে অন্ন্যানো সমাজের মানুষ উপকৃত হবে , কিন্তু দুর্ভাগ্য সেরকম কোনো নীতিতেই আগ্রহী নয় মোদী সরকার ।
প্রসঙ্গত মুসলিম ভোট পেতে গেরুয়া রং বদলে সবকিছুতে সবুজ ব্যবহার করছে বিজেপি। সূত্রের খবর, গেরুয়া রঙ ভোট বাক্সে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই নিয়েই চিন্তিত উপর মহলের নেতারা। সেই কারণেই সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে জোরদারে। কিন্তু তাই বলে শেষ পর্যন্ত রঙই বদলে ফেলবে। হ্যাঁ সূত্রের খবর সেরকমই।জম্মু- কাশ্মীরের মুসলিম ভোটারদের মন টানতে গেরুয়া রঙ বদলে সবুজ রঙ ধারণ করছে। তাদের যুক্তি, কেন্দ্রের বিজেপি সরকারের ভুল সিদ্ধান্তের জেরে ভূস্বর্গের অশান্তি বেড়েই চলেছে। এবার নিজেদের ভোট ব্যাঙ্ক ধরে রাখতে বিজেপি এই কৌশল নিয়েছে।উপত্যকার মানুষদের কাছে সবুজ মনে শান্তির রঙ। তাই এবার সবুজকেই হাতিয়ার করেছে বিজেপি। প্ল্যাকার্ড, ব্যানার, থেকে শুরু করে বিজেপির সমস্ত প্রচারে শোভা পাচ্ছে সবুজ।লোকসভা নির্বাচনে শ্রীনগর থেকে বিজেপির প্রার্থী খালিদ জাহাঙ্গীর। তিনি বলেন, মোদিকে নকল করেই খালিদ বলেছেন, ‘খালিদ হ্যায় তো, সলিড হ্যায়।’ বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, ‘সবুজ শান্তির রঙ। কাশ্মীরের মানুষ শান্তি খুঁজছে। কিন্তু আমরা গেরুয়া বা সবুজ রঙে কোন পার্থক্য দেখি না। রঙ ডিউই মানুষকে আলাদা করার চেষ্টা করি না।’ তবে বিশেষজ্ঞরা অবশ্য একে রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছেন।
প্রসঙ্গত মুসলিম ভোট পেতে গেরুয়া রং বদলে সবকিছুতে সবুজ ব্যবহার করছে বিজেপি। সূত্রের খবর, গেরুয়া রঙ ভোট বাক্সে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই নিয়েই চিন্তিত উপর মহলের নেতারা। সেই কারণেই সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে জোরদারে। কিন্তু তাই বলে শেষ পর্যন্ত রঙই বদলে ফেলবে। হ্যাঁ সূত্রের খবর সেরকমই।জম্মু- কাশ্মীরের মুসলিম ভোটারদের মন টানতে গেরুয়া রঙ বদলে সবুজ রঙ ধারণ করছে। তাদের যুক্তি, কেন্দ্রের বিজেপি সরকারের ভুল সিদ্ধান্তের জেরে ভূস্বর্গের অশান্তি বেড়েই চলেছে। এবার নিজেদের ভোট ব্যাঙ্ক ধরে রাখতে বিজেপি এই কৌশল নিয়েছে।উপত্যকার মানুষদের কাছে সবুজ মনে শান্তির রঙ। তাই এবার সবুজকেই হাতিয়ার করেছে বিজেপি। প্ল্যাকার্ড, ব্যানার, থেকে শুরু করে বিজেপির সমস্ত প্রচারে শোভা পাচ্ছে সবুজ।লোকসভা নির্বাচনে শ্রীনগর থেকে বিজেপির প্রার্থী খালিদ জাহাঙ্গীর। তিনি বলেন, মোদিকে নকল করেই খালিদ বলেছেন, ‘খালিদ হ্যায় তো, সলিড হ্যায়।’ বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, ‘সবুজ শান্তির রঙ। কাশ্মীরের মানুষ শান্তি খুঁজছে। কিন্তু আমরা গেরুয়া বা সবুজ রঙে কোন পার্থক্য দেখি না। রঙ ডিউই মানুষকে আলাদা করার চেষ্টা করি না।’ তবে বিশেষজ্ঞরা অবশ্য একে রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছেন।
No comments:
Post a comment