ওয়েব ডেস্ক ১৩ই এপ্রিল ২০১৯: কয়েকদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি এবার ১০০ টাও আসন পাবেনা। আজ যেন সেই মমতা বন্দ্যোপাধ্যের কথাতেই শীল মোহর দিলেন উত্তর প্রদেশের অখিলেশ যাদব ।তিনি দৃঢ়তার সাথে বলেন প্রথম পর্বের ভোটের পর বিজেপির কোমড় ভেঙে গেছে । প্রথম ৮টি আসনে ভোট হওয়ার পর সাংবাদিকদের কাছে এমনটাই জানান অখিলেশ। ভোট শেষ হলে রিপোর্ট তলব করলে মানুষ মহাজোটকে বেশি সমর্থন করেছেন বলে জানতে পারেন নেতারা। রিপোর্ট পাওয়ার পর উজ্জীবিত সপা-বসপা নেতারা।
অখিলেশ বলেন, আমরা যা আশা করেছিলাম তার থেকেও বেশি জনসর্থন পেয়েছি। উত্তরপ্রদেশ বিজেপিমুক্ত হয়ে যেতে পারে। সেইসঙ্গে তিনি বলেন, এখন উত্তরপ্রদেশ চৌকিদারের পদ কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে। বিজেপির হিংসার রাজনীতি রথের চাকা ফুটো করে দিয়েছে প্রথম দফাতেই।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে অখিলেশ আরও বলেন, মুখ্যমন্ত্রী বারবার বলতেন আমরা এনকাউন্টার করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। মানুষ মিথ্যার যোগ্য জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, আপনাদের নোট রয়েছে, আর আমাদের রয়েছে ভোট। দেখতে পাবেন মহাজোট নিয়ে আসতে চলেছে মহা পরিবর্তন। দেশে হিংসার রাজনীতির বিনাশ শুরু হয়েছে।
অখিলেশ বলেন, আমরা যা আশা করেছিলাম তার থেকেও বেশি জনসর্থন পেয়েছি। উত্তরপ্রদেশ বিজেপিমুক্ত হয়ে যেতে পারে। সেইসঙ্গে তিনি বলেন, এখন উত্তরপ্রদেশ চৌকিদারের পদ কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে। বিজেপির হিংসার রাজনীতি রথের চাকা ফুটো করে দিয়েছে প্রথম দফাতেই।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে অখিলেশ আরও বলেন, মুখ্যমন্ত্রী বারবার বলতেন আমরা এনকাউন্টার করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। মানুষ মিথ্যার যোগ্য জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, আপনাদের নোট রয়েছে, আর আমাদের রয়েছে ভোট। দেখতে পাবেন মহাজোট নিয়ে আসতে চলেছে মহা পরিবর্তন। দেশে হিংসার রাজনীতির বিনাশ শুরু হয়েছে।
No comments:
Post a comment