ওয়েব ডেস্ক ২৮শে এপ্রিল ২০১৯: কুরুচিকর মন্তব্য করাটা বিজেপি নেতারা এখন নিজেদের সংস্কৃতে পরিণত করেছে । কম সময়ে প্রচারের আলোয় আসতে এর থেকে আর সহজ উপায় নেই বলেই হয়তো তাদের মনে হয়েছে ।প্রসঙ্গত আবারও নির্বাচন কমিশনের কোপে রাজ্য বিজেপিনেতা। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর তৃণমূল নেতা শিশির অধিকারী এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্দশ্যে করে প্রচার মিছিলে বলেছিলেন, ‘সন্ত্রাসের বারাবরণ তুলছে অধিকারী পরিবারের গুন্ডারা। গুন্ডাগিরি তাদের ছাড়িয়ে দিব।
দিন কিন্তু আমাদের এসেছে। গাছের গায়ে বেঁধে এমন মার মারব বুঝতে পারবে।’ প্রার্থীর বক্তৃতার সময় বিজেপি কর্মী, সমর্থকদের দেখা যায় করতালি দিয়ে সমর্থন জানাতে। ওই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতে পদক্ষেপ করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী শিশির অধিকারীর ছেলে দিব্যেন্দু অধিকারী। সিদ্ধার্থ নস্করের হুমকির তীব্র সমালোচনা করে দিব্যেন্দু বলেন, জামানত জব্দ হওয়ার ভয়েই মানসিক স্থিতি হারিয়েছেন বিজেপি প্রার্থী। সেজন্যই এধরনের কটূক্তি করে চলেছেন তিনি।
দিন কিন্তু আমাদের এসেছে। গাছের গায়ে বেঁধে এমন মার মারব বুঝতে পারবে।’ প্রার্থীর বক্তৃতার সময় বিজেপি কর্মী, সমর্থকদের দেখা যায় করতালি দিয়ে সমর্থন জানাতে। ওই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতে পদক্ষেপ করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী শিশির অধিকারীর ছেলে দিব্যেন্দু অধিকারী। সিদ্ধার্থ নস্করের হুমকির তীব্র সমালোচনা করে দিব্যেন্দু বলেন, জামানত জব্দ হওয়ার ভয়েই মানসিক স্থিতি হারিয়েছেন বিজেপি প্রার্থী। সেজন্যই এধরনের কটূক্তি করে চলেছেন তিনি।
No comments:
Post a Comment