Monday, 22 April 2019

রাহুল গান্ধীকে কুকুর বললেন বিজেপির আদিবাসী উন্নয়ন মন্ত্রী গণপত ভসাভা

ওয়েব ডেস্ক ২২শে এপ্রিল ২০১৯:যতই সময় যাচ্ছে বিজেপি নেতা মন্ত্রীরা মুখের ভাষা খারাপের থেকেও খারাপ করে চলেছেন , যেটা অত্যন্ত নিন্দা দায়ক ,এবং অতি খারাপ।ভারতীয় রাজনীতি এরকম কালো সময় এসেছিল বলে মনে হয়না ।
তবুও তাদের লাগাম ছাড়া মনোভাব কিছুতেই আটকানো যাচ্ছেনা ।এই তালিকায় নাম লেখালেন গুজরাটের আদিবাসী উন্নয়ন মন্ত্রী গণপত ভসাভা। এইবার তিনি কুকুরের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। গনপত বলেন, ‘রাহুল কুকুরের মতো, রুটি ছুড়ে দিলে নিয়ে আসে। আর মোদি সিংহের মত। তিনি যখন দাঁড়ান তখন মনে হয় সিংহ দাঁড়িয়ে আছে। আর রাহুলকে দেখে মনে হয় লেজ নাড়ানো কুকুরের মত। যাকে পাকিস্তান রুটি দিলে ছুটে যায় আবার চীন রুটি দিলে ছুটে যায়।’বিজেপি মন্ত্রীর এই মন্তব্যে আবার বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। এই প্রথম নয়। এর আগেও গণপত ভসাভার মন্তব্যে বিতর্কের জেরে তৈরি হয়েছিল ঝট। গত মার্চেই গণপত মন্তব্য করেছিলেন যে ৫০০ গ্রাম বিষ পান করে দেখান রাহুল তবেই বুঝব তিনি শিবের অবতার। তার এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছিল বিতর্ক। আর তা নিয়ে কম জল ঘোলা হয় নি।  

No comments:

Post a Comment

loading...