Sunday, 14 April 2019

দলিত হিন্দুর সৎকার শ্মশানে হলে রুষ্ট হতে পারেন ঈশ্বর ,এই অজুহাতে জঙ্গলে সৎকার করাতে বাধ্য করল উচ্চ বর্ণের মাতব্বরেরা

ওয়েব ডেস্ক ১৪ই এপ্রিল ২০১৯: দলিত হয়ে জন্মানোটাই কি পাপ ? হিমাচল প্রদেশে যে ঘটনা ঘটে গেল তা মানব জাতির কাছে লজ্জার  । ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে কি করে এরকম ঘটতে পারে এই নিয়েই শুরু হয়েছে প্রশ্ন ।প্রসঙ্গত গ্রামে একটি মাত্র শ্মশান। অভিযোগ, সেখানে বাধা পেয়ে জঙ্গলের মধ্যেই সৎকার সারতে বাধ্য হল হিমাচল প্রদেশের কুলু জেলার এক দলিত পরিবার। বৃহস্পতিবার মারা যান কুলুরধারা গ্রামের বাসিন্দা এক মহিলা।
অভিযোগ, মৃতদেহ নিয়ে যখন তার নাতিরা শ্মশানে পৌঁছন তখন তাদের বাধা দেন বেশ কয়েকজন উচ্চবর্ণের মানুষ। বলা হয়, এখানে ওই মহিলার দেহ সৎকার করার ফলে খারাপ কিছু হলে বা ঈশ্বর রুষ্ট হলে তার জন্য দায়ী থাকবেন তারা। বাধ্য হয়ে জঙ্গলে গিয়েই সৎকার সারতে হয় ওই পরিবারকে।
গোটা ঘটনা বর্ণনা করে মোবাইলে নিজের একটি বিবৃতি রেকর্ড করেন তাপে। পিছনে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যেই চলছে সৎকার। সেই ভিডিও গত দু’দিনে ভাইরাল হয়েছে। কুলুর ডেপুটি কমিশনার ইউনুস জানান, এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোন অভিযোগ দায়ের হয়নি। তবে তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন। অভিযোগ সত্যি হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন ডেপুটি কমিশনার।

No comments:

Post a Comment

loading...