ওয়েব ডেস্ক ২২শে এপ্রিল ২০১৯: বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড়ে দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পূর্ত ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন । হয়তো আসল কথাটাই তিনি বলেছেন । কি বলেছেন ফিরহাদ হাকিম? ।
তিনি বলেন “ভেবে দেখুন, আমরা নিকৃষ্টতম প্রধান মন্ত্রী পেয়েছি। উনি প্রধানমন্ত্রীত্ব করতে আসেন নি। উনি দেশ ভাগ করতে এসেছেন। আমরা নেহেরুকে মনে রাখব সেল, ভেলের মত কোম্পানির জন্য ভারতের রূপকার হিসেবে। ইন্দিরাগান্ধীকে মনে রাখব সবুজ বিপ্লবের জন্য, আজকে যে মোবাইল ব্যবহার করছেন সেই টেলিকমের জন্য রাজীব গান্ধীকে, উন্মুক্ত অর্থনীতির জন্য মনমোহন সিংহকে, জাতীয় সড়কের জন্য অটল বিহারী বাজপেয়ীকে। কিন্তু নরেন্দ্র মোদিকে মানুষ মনে রাখাবে জিএসটি, নোটবন্দী, মানুষের কষ্ট ও দাঙ্গার জন্য।” বিদ্যজনেদের একাংশের অভিমত , খুব একটা ভুল কি বলেছেন ফিরহাদ হাকিম
তিনি বলেন “ভেবে দেখুন, আমরা নিকৃষ্টতম প্রধান মন্ত্রী পেয়েছি। উনি প্রধানমন্ত্রীত্ব করতে আসেন নি। উনি দেশ ভাগ করতে এসেছেন। আমরা নেহেরুকে মনে রাখব সেল, ভেলের মত কোম্পানির জন্য ভারতের রূপকার হিসেবে। ইন্দিরাগান্ধীকে মনে রাখব সবুজ বিপ্লবের জন্য, আজকে যে মোবাইল ব্যবহার করছেন সেই টেলিকমের জন্য রাজীব গান্ধীকে, উন্মুক্ত অর্থনীতির জন্য মনমোহন সিংহকে, জাতীয় সড়কের জন্য অটল বিহারী বাজপেয়ীকে। কিন্তু নরেন্দ্র মোদিকে মানুষ মনে রাখাবে জিএসটি, নোটবন্দী, মানুষের কষ্ট ও দাঙ্গার জন্য।” বিদ্যজনেদের একাংশের অভিমত , খুব একটা ভুল কি বলেছেন ফিরহাদ হাকিম
No comments:
Post a Comment