ওয়েব ডেস্ক ৩রা এপ্রিল ২০১৯: শিলিগুড়ি থেকে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেছেন ।তার বক্তিতায় সম্পূর্ণ জুড়েই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটানো ।কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এতো বিষোদ্গার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।কারণটা আর যাই হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই তার পাল্টা দিলেন।
তিনি দিনহাটার সভায় মোদীকে কড়া ভাষায় জবাব দেন । তিনি বলেন ‘‘প্রধানমন্ত্রী এখন এক্সপায়ারিবাবু। এখন আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারিবাবু বলব। আপনি বলেছেন , আমার সরকার নাকি গরিবদের জন্য কাজ করেনি । কে বলেছেন, আপনি বিতর্কে অংশে নিন আমার সঙ্গে। আমি জবাব দেব। কৈফিয়ৎ দিন’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।‘‘টাকার হাঙর যারা, তারা এখন হ্যাঙারে মিটিং করে। উনিশে মে হয়ে গেলে, এই হ্যাঙারের মধ্যেই ঢুকে পড়তে হবে’’ দিনহাটার সভায় মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মমতার। রাজনৈতিক মহলের বক্তব্য প্রধানমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন্ধে কিছু বলার আগে কম করে দশ বার চিন্তা করা উচিত ছিল ।
তিনি দিনহাটার সভায় মোদীকে কড়া ভাষায় জবাব দেন । তিনি বলেন ‘‘প্রধানমন্ত্রী এখন এক্সপায়ারিবাবু। এখন আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারিবাবু বলব। আপনি বলেছেন , আমার সরকার নাকি গরিবদের জন্য কাজ করেনি । কে বলেছেন, আপনি বিতর্কে অংশে নিন আমার সঙ্গে। আমি জবাব দেব। কৈফিয়ৎ দিন’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।‘‘টাকার হাঙর যারা, তারা এখন হ্যাঙারে মিটিং করে। উনিশে মে হয়ে গেলে, এই হ্যাঙারের মধ্যেই ঢুকে পড়তে হবে’’ দিনহাটার সভায় মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মমতার। রাজনৈতিক মহলের বক্তব্য প্রধানমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন্ধে কিছু বলার আগে কম করে দশ বার চিন্তা করা উচিত ছিল ।
No comments:
Post a Comment