ওয়েব ডেস্ক ৩রা এপ্রিল ২০১৯: সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে নামার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করতে আরম্ভ করে দেন । নিউটনের তৃতীয় সূত্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও এর জবাব দিতে দেরি করেননি ।তিনি বলেন , ফ্যাসিস্টের মতো আচরণ করে লাভ নেই। বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা।শিলিগুড়িতে থেকে মমতাকে উন্নয়নের স্পিডব্রেকার বলে কটাক্ষ করেন মোদী। এরপরে দিনহাটায় ভাষণ দিতে গিয়ে মমতা মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানান মোদীকে। মমতার দাবি, এই রাজ্যে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে।
মোদীর রাজত্বে কৃষক আত্মহত্যা বেড়েছে। এখানেই থেমে না থেকে তিনি আরো বলেন, হিটলারি কায়দায় গায়ের জোরে মিথ্যে বলছেন মোদী। ডায়রেক্ট বিতর্কে আসুন। ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে শুধু অপপ্রচার। নিজেদের কী ভাবেন? তোপ মমতার। এরপর মমতা বলেন, মোদী সরকারের মেয়াদ ফুরিয়ে গেছে। এক্সপায়েরি ডেট ওভার। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারি বাবু বলব।’মমতা তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ছিটমহলের সমস্যা মিটিয়েছি। কোচবিহার দিয়েই রাজ্যে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর করা দোষারোপ খণ্ডন করেছেন , তাতে বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে ।এতটা নরেন্দ্র মোদিও কি আশা করেছিলেন ?
মোদীর রাজত্বে কৃষক আত্মহত্যা বেড়েছে। এখানেই থেমে না থেকে তিনি আরো বলেন, হিটলারি কায়দায় গায়ের জোরে মিথ্যে বলছেন মোদী। ডায়রেক্ট বিতর্কে আসুন। ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে শুধু অপপ্রচার। নিজেদের কী ভাবেন? তোপ মমতার। এরপর মমতা বলেন, মোদী সরকারের মেয়াদ ফুরিয়ে গেছে। এক্সপায়েরি ডেট ওভার। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারি বাবু বলব।’মমতা তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ছিটমহলের সমস্যা মিটিয়েছি। কোচবিহার দিয়েই রাজ্যে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর করা দোষারোপ খণ্ডন করেছেন , তাতে বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে ।এতটা নরেন্দ্র মোদিও কি আশা করেছিলেন ?
No comments:
Post a Comment