ওয়েব ডেস্ক ২৫শে এপ্রিল ২০১৯: ঝোপটি বুঝে কোপটি ভালোই মেরেছিলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ও যে সত্যি কথা বলতে পিছপা হননা সেটা কোনো ভাবে ভুলে গিয়েছিলেন হয়তো মোদী সাহেব, না হলে এরকম কথা বলবার আগে হয়তো দুবার ভাবতেন ।অক্ষয় কুমার কে পাশে পেয়ে দুঁদে রাজনীতিকের মতো মমতা প্রতিবছর মুখ্যমন্ত্রী পাঞ্জাবি ও মিষ্টি পাঠান এ কথা জানিয়েছিলেন ।
তখনি মমতা বন্দ্যোপাধায়ের বিরোধীরা তৃণমূলকে বেকায়দায় ফেলার জন্য গুঞ্জন আরম্ভ করে দেয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়ে আসল ঘটনাটা তুলে ধরলেন । বীরভূমের সিউড়ির জনসভা থেকে মমতা বললেন সৌজন্যের পণ্যায়ন কখনই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তিনি বলেন, ‘আমি শুনলাম মোদি বাবু বলেছেন আমি তাঁকে পাঞ্জাবি পাঠাই। সমস্যাটা কোথায়? দুর্গাপুজোর সময় আমরা অনেককেই উপহার পাঠাই। আমরা আমাদের শিল্পীদের তৈরি জিনিসপত্র বিশ্বের বাজারে তুলে ধরতে চাই। শুধু প্রধানমন্ত্রীকে পাঠাই এমনটা নয়, সকলকেই পাঠাই। কিন্তু প্রধানমন্ত্রী সেটির পণ্যায়ন করেন। মনে রাখবেন সৌজন্যে আর রাজনীতি এক নয়। শুধু পাঞ্জাবি কেন আমি জন্মদিনে সবাইকে চিঠিও পাঠাই"।
তখনি মমতা বন্দ্যোপাধায়ের বিরোধীরা তৃণমূলকে বেকায়দায় ফেলার জন্য গুঞ্জন আরম্ভ করে দেয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়ে আসল ঘটনাটা তুলে ধরলেন । বীরভূমের সিউড়ির জনসভা থেকে মমতা বললেন সৌজন্যের পণ্যায়ন কখনই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তিনি বলেন, ‘আমি শুনলাম মোদি বাবু বলেছেন আমি তাঁকে পাঞ্জাবি পাঠাই। সমস্যাটা কোথায়? দুর্গাপুজোর সময় আমরা অনেককেই উপহার পাঠাই। আমরা আমাদের শিল্পীদের তৈরি জিনিসপত্র বিশ্বের বাজারে তুলে ধরতে চাই। শুধু প্রধানমন্ত্রীকে পাঠাই এমনটা নয়, সকলকেই পাঠাই। কিন্তু প্রধানমন্ত্রী সেটির পণ্যায়ন করেন। মনে রাখবেন সৌজন্যে আর রাজনীতি এক নয়। শুধু পাঞ্জাবি কেন আমি জন্মদিনে সবাইকে চিঠিও পাঠাই"।
No comments:
Post a Comment