ওয়েব ডেস্ক ১লা এপ্রিল ২০১৯: মাসের ৩০ দিনের মধ্যে ২০ দিন এনআর আই দের হাততালি কুড়োতে বিদেশে থাকেন ।বলতে পারবেননা বিগত ৫ বছরে কর্মসংস্থানের বিশাল কিছু করেছেন বলে তবুও অনেকের মতে তিনি দেশে ‘আচ্ছে দিন’-এর স্বপ্নের ফেরিওয়ালা। ৫ বছর আগে আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়েই দিল্লীর কুর্সিতে বসেছিলেন তিনি। তবে ক্ষমতায় আসার পর দেখা গেল, সেই সব প্রতিশ্রুতিই ছিল আদতে এক একটা জুমলা। কারণ তাঁর শাসনকালে আমজনতার কোনও ‘বিকাশ’ তো হয়ইনি, বরং ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। যা নিয়ে একাধিকবার ক্ষোভও উগড়ে দিয়েছে বিরোধীরা। কোনও কাজই যে হয়নি, তা একপ্রকার স্বীকার করে নিয়েই তাঁর শাসনকালের মেয়াদ ফুরনোর সময় মোদী বললেন, যদি ফের ক্ষমতায় আসেন তিনি, তা হলে সেই স্বপ্নপূরণের কাজে হাত দেবেন।
প্রসঙ্গত, এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তা হলে গত পাঁচ বছরে তিনি কী করেছেন? তার জবাবে শুধু সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গর্ত ভরতেই অনেকটা সময় চলে গিয়েছে। যেখানে যাঁর যা প্রয়োজন ছিল, সেগুলিই পূর্ণ করার চেষ্টা করেছেন। কোথাও শৌচালয় নেই, করেছেন। রাস্তা নেই, রেল লাইন নেই, জল নেই, বিদ্যুৎ নেই, বাস নেই, বিমানবন্দর নেই— সেগুলি পূরণের চেষ্টা করেছেন। কিন্তু সে কাজেও যে ‘খামতি’ থেকে গিয়েছে, সেটিও কবুল করলেন। সঙ্গে জুড়লেন, ‘আগামী পাঁচ বছর সেই খামতি পূরণ করব। আর মানুষের স্বপ্নপূরণের কাজে হাত দেব।’উপলক্ষ ছিল ‘আমিও চৌকিদার’ অনুষ্ঠান। রাফালে দুর্নীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানটি জনপ্রিয় করে তুলেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। ভোটের মুখে সেই স্লোগানের অভিমুখ ঘোরাতেই ব্যস্ত প্রধানমন্ত্রী। নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে গোটাটাই ভাগ করে দিতে চেয়ে সকলকেই ‘চৌকিদার’ হতে বলছেন। এমনকি এই কারণেই গতকাল অমিত শাহ, রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, যোগী আদিত্যনাথদের দেশের নানা প্রান্তে বসিয়ে ভিডিওর মাধ্যমে নব্য ‘চৌকিদার’দের সঙ্গে আলাপচারিতা করলেন। আর নিজে থাকলেন দিল্লীতে, তালকাটোরা স্টেডিয়ামে। এভাবে কতদিন চলবে মোদীজি ?
প্রসঙ্গত, এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তা হলে গত পাঁচ বছরে তিনি কী করেছেন? তার জবাবে শুধু সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গর্ত ভরতেই অনেকটা সময় চলে গিয়েছে। যেখানে যাঁর যা প্রয়োজন ছিল, সেগুলিই পূর্ণ করার চেষ্টা করেছেন। কোথাও শৌচালয় নেই, করেছেন। রাস্তা নেই, রেল লাইন নেই, জল নেই, বিদ্যুৎ নেই, বাস নেই, বিমানবন্দর নেই— সেগুলি পূরণের চেষ্টা করেছেন। কিন্তু সে কাজেও যে ‘খামতি’ থেকে গিয়েছে, সেটিও কবুল করলেন। সঙ্গে জুড়লেন, ‘আগামী পাঁচ বছর সেই খামতি পূরণ করব। আর মানুষের স্বপ্নপূরণের কাজে হাত দেব।’উপলক্ষ ছিল ‘আমিও চৌকিদার’ অনুষ্ঠান। রাফালে দুর্নীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানটি জনপ্রিয় করে তুলেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। ভোটের মুখে সেই স্লোগানের অভিমুখ ঘোরাতেই ব্যস্ত প্রধানমন্ত্রী। নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে গোটাটাই ভাগ করে দিতে চেয়ে সকলকেই ‘চৌকিদার’ হতে বলছেন। এমনকি এই কারণেই গতকাল অমিত শাহ, রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, যোগী আদিত্যনাথদের দেশের নানা প্রান্তে বসিয়ে ভিডিওর মাধ্যমে নব্য ‘চৌকিদার’দের সঙ্গে আলাপচারিতা করলেন। আর নিজে থাকলেন দিল্লীতে, তালকাটোরা স্টেডিয়ামে। এভাবে কতদিন চলবে মোদীজি ?
No comments:
Post a Comment