ওয়েব ডেস্ক ৭ই এপ্রিল ২০১৯:বিজেপি নেতাদের উর্দ্ধত আচরণ স্থায়ী রূপ নিয়েছে , এ বিষয়ে কোনো সন্দেহ নেই । বিপ্লব দেব , দিলীপ ঘোষ , সায়ন্তন বসুর লাগাম ছাড়া কথাবার্তা তো ছিলই এবার প্রধানমন্ত্রীর সামনেই "গুন্ডা রূপ" ধারণ করলেন মুকুল রায় । তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সামনেই হুমকি দিয়ে বসলেন এস পি অভিষেক গুপ্তকে । যা নিয়ে নিন্দার ঝড় সর্বত্রই । আর প্রধানমন্ত্রীই বা কি করে মেনে নিলেন এটা ? প্রশ উঠছে । প্রসঙ্গত নির্বাচনী প্রচারে রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১১ এপ্রিল প্রথম দফার ভোটের আগে নির্বাচনী প্রচারে এদিন দ্বিতীয়বারের জন্য রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিকে আজকের প্রধানমন্ত্রীর সভার আগে সভাস্থল ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। মঞ্চ বেঁধে মাঠ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই নির্বাচনের কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তারপরই তৃণমূলের বাঁধা মাচার একাংশ খুলে ফেলে প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ প্রস্তুত করে বিজেপি।এদিন সেই প্রসঙ্গেই কোচবিহারের পুলিস সুপার অভিষেক গুপ্তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। মঞ্চে তখন প্রধানমন্ত্রী উপস্থিত। তাঁর সামনেই মুকুল রায়কে বলতে শোনা যায়, "প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলতে চাই, এই জেলার রিটার্নিং অফিসার কৌশিক বাবু এবং এই জেলার পুলিস সুপার অভিষেক গুপ্তা। আপনারা পারলে আপনাদের গায়ের উর্দিটাকে খুলে ফেলে দিন। এই সভা করার জন্য যে নোংরামি করলেন, সেই নোংরামি কিন্তু মনে রাখব।" এরপরই একেবারে 'হুমকি'র সুরে মুকুল রায় বলেন, "অভিষেক গুপ্তা, আমিও ১০ বছর রাজনীতিতে থাকব। তুমি কত বড় এসপি আমরা দেখব!" মুকুল রায়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।
১১ এপ্রিল প্রথম দফার ভোটের আগে নির্বাচনী প্রচারে এদিন দ্বিতীয়বারের জন্য রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিকে আজকের প্রধানমন্ত্রীর সভার আগে সভাস্থল ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। মঞ্চ বেঁধে মাঠ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই নির্বাচনের কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তারপরই তৃণমূলের বাঁধা মাচার একাংশ খুলে ফেলে প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ প্রস্তুত করে বিজেপি।এদিন সেই প্রসঙ্গেই কোচবিহারের পুলিস সুপার অভিষেক গুপ্তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। মঞ্চে তখন প্রধানমন্ত্রী উপস্থিত। তাঁর সামনেই মুকুল রায়কে বলতে শোনা যায়, "প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলতে চাই, এই জেলার রিটার্নিং অফিসার কৌশিক বাবু এবং এই জেলার পুলিস সুপার অভিষেক গুপ্তা। আপনারা পারলে আপনাদের গায়ের উর্দিটাকে খুলে ফেলে দিন। এই সভা করার জন্য যে নোংরামি করলেন, সেই নোংরামি কিন্তু মনে রাখব।" এরপরই একেবারে 'হুমকি'র সুরে মুকুল রায় বলেন, "অভিষেক গুপ্তা, আমিও ১০ বছর রাজনীতিতে থাকব। তুমি কত বড় এসপি আমরা দেখব!" মুকুল রায়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।
No comments:
Post a Comment