Wednesday, 10 April 2019

যতই লোকসভা ভোট এগোচ্ছে , বিপর্যয় নেমে আসছে বিজেপির ওপর , মোদির বায়োপিকের পর নম টিভির ওপর নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক ১০ই এপ্রিল ২০১৯: ভোট যতই এগিয়ে আসছে বিজেপি পক্ষে সমস্যা ততই বেড়ে যাচ্ছে । যেটা বিদ্যজ্জনদের কথায়, খুব একটা ভালো লক্ষণ নয় । প্রসঙ্গত  মোদির বায়োপিকের পর এবার নমো টিভি চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। পোস্টার সহ কোনওরকম প্রচারমূলক বিষয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ।
কমিশনের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য হবে কারণ এই চ্যানেলেও বিজেপির প্রচার চালান হয়, নির্বাচন চলাকালীন যা আচরণ বিধির বিরোধী । গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে নমো টিভি কারণ স্যাটেলাইট আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক নিয়ে কোনও সরকারি অনুমতি নেওয়া হয়নি । নমো টিভি নিয়ে আগেই সরব হয়েছে বিরোধী পক্ষ ।নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া, বায়োপিকের সঙ্গে এবার নমো টিভির সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মোদির বায়োপিক আদতে পরোক্ষ প্রচারমাধ্যম- এই মর্মেই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ।যতই মোদির বায়োপিক বলে বাজারে চাউর হোকনা কেন , আদতে সুকৌশলে এটা যে ভোট পকেটস্থ করার কৌশল এটা বুঝতে কারোর বাকি নেই ।

No comments:

Post a Comment

loading...