Monday, 8 April 2019

প্রধানমন্ত্রীর সাধের উজ্জ্বলা প্রকল্পের ৮৫ শতাংশ পরিবার এখনো উনোনেই রান্না করছেন , অর্থ সংকটের জন্য

ওয়েব ডেস্ক ৮ই এপ্রিল ২০১৯: সত্যের মধ্যে সত্য লুকিয়ে থাকে । প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যা নিয়ে বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার , এতো মাতামাতি সেই যোজনার অন্তর্গত যেই সব গ্রামীণ পরিবার গ্যাসের  সুবিধে পেয়েছে ,তারা এখনো উনোনেই রান্না করে যাচ্ছেন ।রিসার্চ ইনস্টিটিউট অফ কম্পাশনেট ইকোনোমিক্স দ্বারা সমীক্ষায় দেখা গেছে গ্রামীণ বিহার , উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ, এবং রাজস্থানে শতকরা ৮৫ শতাংশ পরিবারই অর্থনৈতিক অবস্থার খারাপ আর লিঙ্গ বৈষম্যের দরুন এই সুবিধে নিতে পারছেনা ।
এখানেই শেষ নয় ঘরের মধ্যে উনোন   জ্বালাবার জন্য যেই বায়ুদূষণ আরম্ভ হয়েছে তাতে যেরকম  শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে , তেমনি শিশুদের পুষ্টির অভাব দেখা দিয়েছে , বড়দের হৃৎপিণ্ড জনিত সমস্যা আর মহিলাদের ফুস ফুস সংক্রমণ দেখা দিয়েছে ।কেন্দ্র সরকারের ডেটায় দেখা গেছে এই গ্যাসের সুবিধে ৬ কোটি গ্রামীণ পরিবার পেয়েছে , কিন্তু সমীক্ষা বলছে ৭৬শতাংশ পরিবার এলপিজি গ্যাসের সুবিধে পেলেও তার মধ্যে ২৭ শতাংশ পরিবার এখনো স্টোভে রান্না করে ,৩৭শতাংশ স্টোভ এবং উনোনে রান্না করে , আর ৩৬ শতাংশ সব কিছুই উনোনে রান্না করে ।

No comments:

Post a Comment

loading...