ওয়েব ডেস্ক ২৬শে এপ্রিল ২০১৯: লোকসভা ভোট বৈতরনী পার করার জন্য শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয় সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি যে করবেনই তা একরকম ঠিক করে ফেলেছেন । যতই বিরোধীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক না কেন , তিনি যে তার নিজের পথেই চলবেন এই নিয়ে কোনো দ্বিমত নেই ।
প্রসঙ্গত পুলওয়ামা হামলা এবং তার পরিপ্রেক্ষিতে বালাকোটে বায়ুসেনার অভিযান, যে মোদী এবং বিজেপি নেতাদের প্রচারের অঙ্গ হয়ে যাবে, সেটা আন্দাজ করাই গিয়েছিল। বাস্তবে সেটাই হচ্ছে। বৃহস্পতিবার বারাণসীতে রোড-শো’র পরে দশাশ্বমেধ ঘাটে জনসভায় ফের এক বার সেই প্রসঙ্গেই ফিরে আসেন মোদী।মোদী বলেন, “পুলওয়ামায় ওরা আমাদের ৪২ জন জওয়ানকে শহিদ করেছিল। তার পর আমরা ৪২ জন জঙ্গিকে মেরেছি। আমরা এ ভাবেই কাজ করতে পছন্দ করি।” এর পর মোদী আরও বলেন, “পুলওয়ামা হামলা হোক বা উরি, আমি একটা মন্ত্রেই সব সময় বিশ্বাস করি। দলের থেকে দেশ আগে।” শুধু পুলওয়ামা বা উরিই নয়, শ্রীলঙ্কার হামলার প্রসঙ্গও ইদানীং নিজের জনসভার বক্তৃতায় টেনে আনছেন মোদী। বারাণসীতেও সেটাই হয়েছে।এদিকে , প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে , ব্যবস্থা নেওয়া হবে , তবে কখন , আর কি বা ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে সেই বিষয়ে কিচ্ছুই বলা হয়নি ।
প্রসঙ্গত পুলওয়ামা হামলা এবং তার পরিপ্রেক্ষিতে বালাকোটে বায়ুসেনার অভিযান, যে মোদী এবং বিজেপি নেতাদের প্রচারের অঙ্গ হয়ে যাবে, সেটা আন্দাজ করাই গিয়েছিল। বাস্তবে সেটাই হচ্ছে। বৃহস্পতিবার বারাণসীতে রোড-শো’র পরে দশাশ্বমেধ ঘাটে জনসভায় ফের এক বার সেই প্রসঙ্গেই ফিরে আসেন মোদী।মোদী বলেন, “পুলওয়ামায় ওরা আমাদের ৪২ জন জওয়ানকে শহিদ করেছিল। তার পর আমরা ৪২ জন জঙ্গিকে মেরেছি। আমরা এ ভাবেই কাজ করতে পছন্দ করি।” এর পর মোদী আরও বলেন, “পুলওয়ামা হামলা হোক বা উরি, আমি একটা মন্ত্রেই সব সময় বিশ্বাস করি। দলের থেকে দেশ আগে।” শুধু পুলওয়ামা বা উরিই নয়, শ্রীলঙ্কার হামলার প্রসঙ্গও ইদানীং নিজের জনসভার বক্তৃতায় টেনে আনছেন মোদী। বারাণসীতেও সেটাই হয়েছে।এদিকে , প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে , ব্যবস্থা নেওয়া হবে , তবে কখন , আর কি বা ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে সেই বিষয়ে কিচ্ছুই বলা হয়নি ।
No comments:
Post a comment