ওয়েব ডেস্ক ১০ই এপ্রিল ২০১৯: বিজেপি নেতাদের পাল্টি খাওয়ার রাজনীতি বিশ্ব বিখ্যাত পোল
ভোল্টার সার্গেই বুবকাকেও পেছনে ফেলবে । এতটা ডিগবাজি একজন দেয় কি করে ? প্রশ্ন এটাই । অতি নিম্ন মানসিকতা থাকলে এরকম পাল্টি খাওয়া যায় । প্রসঙ্গত ২০১৪ সালে আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতির দায় ঝেড়ে ফেলল বিজেপি। মঙ্গলবার রাজনাথ সিংহ জানিয়ে দিলেন, বিজেপি কখনও বলেনি ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, শুধু কালো টাকা দেশে ফেরানোর কথা বলেছিল বিজেপি।২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি তথা নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা দেশে ফেরাতে পারলেই আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকে যাবে। পাঁচ বছর অতিক্রান্ত। সেই প্রতিশ্রুতি পূরণ দূরে থাক, ২০১৯ লোকসভা ভোটের জন্য সোমবার প্রকাশিত দলের ইস্তেহারে সেই প্রসঙ্গের উল্লেখ পর্যন্ত নেই। এ নিয়ে কংগ্রেস-সহ বিরোধীরা প্রশ্ন তুলেছিল, কোথায় গেল মোদীর সেই প্রতিশ্রুতি?
আর ইস্তেহার প্রকাশের পরের দিন মঙ্গলবারই সংবাদ সংস্থার মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারেও অবধারিত ভাবেই উঠে আসে সেই অস্বস্তিকর প্রশ্ন। রাজনাথ অবশ্য ১৫ লাখের প্রতিশ্রুতির দায় ঝেড়ে ফেলারই চেষ্টা করে বললেন, কখনও বলিনি ১৫ লাখ টাকা আসবে (আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে)। আমরা বলেছিলাম, কালো টাকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারই কালো টাকা ফেরাতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছে। কিন্তু কালো টাকা ফেরানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেটাই বা ফিরল কোথায়? কার্যত জবাব দেননি রাজনাথ সিংহ।আর দেবেনই বা কি করে , কোনো প্রতিশ্রুতি তো তার সরকার রাখতে পারলনা । বছরে দু কোটি বেকারকে চাকরি সে তো স্বপ্নই রয়ে গেল ।
ভোল্টার সার্গেই বুবকাকেও পেছনে ফেলবে । এতটা ডিগবাজি একজন দেয় কি করে ? প্রশ্ন এটাই । অতি নিম্ন মানসিকতা থাকলে এরকম পাল্টি খাওয়া যায় । প্রসঙ্গত ২০১৪ সালে আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতির দায় ঝেড়ে ফেলল বিজেপি। মঙ্গলবার রাজনাথ সিংহ জানিয়ে দিলেন, বিজেপি কখনও বলেনি ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, শুধু কালো টাকা দেশে ফেরানোর কথা বলেছিল বিজেপি।২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি তথা নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা দেশে ফেরাতে পারলেই আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকে যাবে। পাঁচ বছর অতিক্রান্ত। সেই প্রতিশ্রুতি পূরণ দূরে থাক, ২০১৯ লোকসভা ভোটের জন্য সোমবার প্রকাশিত দলের ইস্তেহারে সেই প্রসঙ্গের উল্লেখ পর্যন্ত নেই। এ নিয়ে কংগ্রেস-সহ বিরোধীরা প্রশ্ন তুলেছিল, কোথায় গেল মোদীর সেই প্রতিশ্রুতি?
আর ইস্তেহার প্রকাশের পরের দিন মঙ্গলবারই সংবাদ সংস্থার মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারেও অবধারিত ভাবেই উঠে আসে সেই অস্বস্তিকর প্রশ্ন। রাজনাথ অবশ্য ১৫ লাখের প্রতিশ্রুতির দায় ঝেড়ে ফেলারই চেষ্টা করে বললেন, কখনও বলিনি ১৫ লাখ টাকা আসবে (আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে)। আমরা বলেছিলাম, কালো টাকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারই কালো টাকা ফেরাতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছে। কিন্তু কালো টাকা ফেরানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেটাই বা ফিরল কোথায়? কার্যত জবাব দেননি রাজনাথ সিংহ।আর দেবেনই বা কি করে , কোনো প্রতিশ্রুতি তো তার সরকার রাখতে পারলনা । বছরে দু কোটি বেকারকে চাকরি সে তো স্বপ্নই রয়ে গেল ।
No comments:
Post a Comment