ওয়েব ডেস্ক ৫ই এপ্রিল ২০১৯: কথা বলবার সময় , লাগাম না বিপ্লব দেবের আছে , না দিলীপ ঘোষের আছে না সায়ন্তন বসুর আছে । এবার কথা হচ্ছে মাইক হাতে পাওয়ার পর অনেকেই আছেন কি বলবেন বুঝে উঠতে পারেনা, আনন্দে । সেই দলে সায়ন্তন বসু পড়েন কি না সেটা সময়ই বলবে , তবে এটা সত্যি কয়েকদিন আগে উস্কানি মূলক বক্তিতা দেওয়ার জন্য বিপাকে বিজেপির সায়ন্তন বসু ।কেন্দ্রীয় বাহিনীকে বলব পায়ে নয়, বুকে গুলি করতে। সায়ন্তন বসুর বিতর্কিত মন্তব্যে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণবিধি। স্বাভাবিকভাবে এর ফলে বিপদ বাড়ল বিজেপি প্রার্থীর।
এব্যাপাপের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতর তাদের পর্যবেক্ষণ উল্লেখ করে রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠিয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এখন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।এছাড়াও বসিরহাটের সভা থেকে সায়ন্তন বসু বলেছিলেন, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশ থানার মধ্যে আটকে রেখে দেবে। তিনি দা হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। এটা আক্ষরিক অর্থেই উস্কানি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
এব্যাপাপের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতর তাদের পর্যবেক্ষণ উল্লেখ করে রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠিয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এখন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।এছাড়াও বসিরহাটের সভা থেকে সায়ন্তন বসু বলেছিলেন, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশ থানার মধ্যে আটকে রেখে দেবে। তিনি দা হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। এটা আক্ষরিক অর্থেই উস্কানি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
No comments:
Post a comment