ওয়েব ডেস্ক ২৯শে এপ্রিল ২০১৯: চতুৰ্দফা ভোট শুরু হতে না হতেই বিতর্কের মধ্যে জড়িয়ে গেলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল । এই ভাবে ভোট শুরুর প্রথমেই গোল খেয়ে যাবেন সেটা কেউই আশা করেননি । বুথের মধ্যে ফোনে কথা বলায় শোকজ করা হল দুধকুমারকে। সরিয়ে দেওয়া হল ওই বুথের প্রিসাইডিং অফিসারকেও।
সূত্রের খবর, দুধকুমার বুথের ভিতর প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন৷ সেই সময় তিনি ফোনেও কথা বলেন৷ পরে অবশ্য প্রিসাইডিং আফিসার তাকে বুধ থেকে বার করে দেন৷ ব্রাহ্মণবড়হা প্রাথমিক বিদ্যালয়ের যে বুথে ওই ঘটনা ঘটে সেই বুথে তখনও ভোট চালু হয়নি৷ মক-পোলিং চলছিল৷ দুধকুমার পিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে বুথের বিতরে যান৷ কিন্তু তার হাতে ছিল ফোন৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় তা ধরাও পড়ে যায়৷ দুধকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যখন বুথের ভিতরে গিয়েছিলেন তখনও ভোট শুরু হয়নি৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম৷ আমার খেয়াল ছিল না৷ প্রিসাইডিং অফিসার যখনই বলেছেন, আমি বাইরে চলে এসেছি৷’
সূত্রের খবর, দুধকুমার বুথের ভিতর প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন৷ সেই সময় তিনি ফোনেও কথা বলেন৷ পরে অবশ্য প্রিসাইডিং আফিসার তাকে বুধ থেকে বার করে দেন৷ ব্রাহ্মণবড়হা প্রাথমিক বিদ্যালয়ের যে বুথে ওই ঘটনা ঘটে সেই বুথে তখনও ভোট চালু হয়নি৷ মক-পোলিং চলছিল৷ দুধকুমার পিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে বুথের বিতরে যান৷ কিন্তু তার হাতে ছিল ফোন৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় তা ধরাও পড়ে যায়৷ দুধকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যখন বুথের ভিতরে গিয়েছিলেন তখনও ভোট শুরু হয়নি৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম৷ আমার খেয়াল ছিল না৷ প্রিসাইডিং অফিসার যখনই বলেছেন, আমি বাইরে চলে এসেছি৷’
No comments:
Post a comment