ওয়েব ডেস্ক ৫ই এপ্রিল ২০১৯: মোদিকে গদিচ্যুত করতে আরো একধাপ এগোলো তৃণমূল কংগ্রেস । সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের পরেই মোদী সরকার ৫৪০০০ বিএসএনএলের কর্মী ছাঁটাই করবে । তাই এই সময় চাই সংঘবদ্ধ আন্দোলন যেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করে যাচ্ছেন , আর সেই জন্যই তৃণমূল প্রসারিত হচ্ছে রাজ্যের বাইরেও । মানুষের ইচ্ছেতে তৃণমূল রাজ্যের বাইরে ১২টি জায়গাতে প্রার্থী দিয়েছে ।
একনজরে দেখে নেওয়া যাক ১২টি কেন্দ্রের প্রার্থীর নাম ও কেন্দ্র …।
১)ঝাড়খণ্ড (জামশেদপুর)-অঞ্জনা মাহাত
২)রাজমহল-মোহনলাল হাঁসদা
৩)রাঁচি-সঞ্জয়কুমার পান্ডে
৪)কেন্দ্র শাসিত রাজ্য আন্দামান থেকে লোকসভার প্রার্থী হয়েছেন অয়ন মন্ডল।
৫)আসম(করিমগঞ্জ) -চন্দন দাস
৬)শিলচরে-হিতব্রত রায়
৭)ধুবড়িতে-নরুল ইসলাম চৌধুরি
৮)কোকড়াঝারে-কমলাকান্ত রকমারি
৯)বরপেটায়-আশাপক আলি দেওয়ান
১০)গুয়াহাটিতে-মনোজ শর্মা
১১)কিষানগঞ্জ-জাভেদ ইসলাম খান
১২ ) মহারাজগঞ্জ -সুনীল সিং
রাজনৈতিক মহলের অভিমত , নরেন্দ্রমোদী বছরে ২ কোটি বেকারকে চাকরি দিতে পারেননি , সেটা তার চরম ব্যর্থতা । তার মানে এই নয় তিনি সরকারি কর্মীদের চাকরি খাবেন আর সারা ভারত বর্ষ সেটা চুপ করে মেনে নেবে ।প্রথমত বিএসএনএলকে আপগ্রেড না করে অম্বানিকে আগেই লাভবান করিয়েছেন নরেন্দ্র মোদী, এবার ছাঁটাই যদি করতে চান তাহলে তাকে যদি দিয়ে তার মূল্য চোকাতে হবে ।
একনজরে দেখে নেওয়া যাক ১২টি কেন্দ্রের প্রার্থীর নাম ও কেন্দ্র …।
১)ঝাড়খণ্ড (জামশেদপুর)-অঞ্জনা মাহাত
২)রাজমহল-মোহনলাল হাঁসদা
৩)রাঁচি-সঞ্জয়কুমার পান্ডে
৪)কেন্দ্র শাসিত রাজ্য আন্দামান থেকে লোকসভার প্রার্থী হয়েছেন অয়ন মন্ডল।
৫)আসম(করিমগঞ্জ) -চন্দন দাস
৬)শিলচরে-হিতব্রত রায়
৭)ধুবড়িতে-নরুল ইসলাম চৌধুরি
৮)কোকড়াঝারে-কমলাকান্ত রকমারি
৯)বরপেটায়-আশাপক আলি দেওয়ান
১০)গুয়াহাটিতে-মনোজ শর্মা
১১)কিষানগঞ্জ-জাভেদ ইসলাম খান
১২ ) মহারাজগঞ্জ -সুনীল সিং
রাজনৈতিক মহলের অভিমত , নরেন্দ্রমোদী বছরে ২ কোটি বেকারকে চাকরি দিতে পারেননি , সেটা তার চরম ব্যর্থতা । তার মানে এই নয় তিনি সরকারি কর্মীদের চাকরি খাবেন আর সারা ভারত বর্ষ সেটা চুপ করে মেনে নেবে ।প্রথমত বিএসএনএলকে আপগ্রেড না করে অম্বানিকে আগেই লাভবান করিয়েছেন নরেন্দ্র মোদী, এবার ছাঁটাই যদি করতে চান তাহলে তাকে যদি দিয়ে তার মূল্য চোকাতে হবে ।
No comments:
Post a Comment